For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলে বসেই বছরে আয় ১৫০ কোটি টাকা!

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ অক্টোবর : জেলে বসেই কোনও মামলায় অভিযুক্ত অথবা বিচারাধীন বন্দিদের কাজ করিয়ে ১৫০ কোটি টাকা আয় হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

জানা গিয়েছে, ২০১৪ সালে সারা দেশে মিলিয়ে বন্দিদের দ্বারা আয়ের পরিমাণ গিয়ে পৌঁছেছে ১৫০ কোটি টাকায়। ২০১৩ সালে তা ছিল ১৪৪.৩২ কোটি টাকা ও ২০১২ সালের তা ছিল ১২৮.২৪ কোটি টাকা। [ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে]

জেলে বসেই বছরে আয় ১৫০ কোটি টাকা!

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট জানাচ্ছে, সারা দেশের মোট ৬৫ হাজার ২৫৬ জন বন্দিকে ২০১৪ সালের নানাধরনের কর্মমুখী ট্রেনিং দেওয়া হয়। কৃষিকাজ সংক্রান্ত বিষয়, সেলাই ইত্যাদি নানা বিষয় তাতে ছিল। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী]

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে তামিলনাড়ুর জেলে বন্দিরা। এই রাজ্য থেকে এসেছে মোট ৩৬.৯৭ কোটি টাকা। এরপর রয়েছে কেরল (২১.৪৩ কোটি টাকা) ও দিল্লি (১৪.৭২ কোটি টাকা)। [বেনজির ভুট্টোর হত্যার ঘটনায় নয়া মোড়]

তবে বন্দি প্রতি আয়ের হিসাবে সবার উপরে রয়েছে কেরল। সেখানে একজন বন্দি বছরে গড়ে ৩০,২৮৫.৪০ টাকা রোজগার করেছে। এরপর রয়েছে তামিলনাড়ু (২৩,২৯১.৫০ টাকা) চণ্ডীগড় (১৬,৭০৯.৪০ টাকা)। [১৫ হাজার বার পুলিশকে ফোন করে গ্রেফতার মহিলা!]

English summary
Trained inmates helped Jails to earn record Rs 150 crores
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X