For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাইনচ্যুত হরিদ্বারমুখী পুরীর ট্রেন, মৃতের সংখ্যা বেড়ে ২৩, জখম ৬৪

উত্তর প্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল পুরী থেকে হরিদ্বারমুখী ১৮৪৭৭ কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস। ট্রেনটির ১০টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর।

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল পুরী থেকে হরিদ্বারমুখী ১৮৪৭৭ কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস। ট্রেনটির ১৪টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। এর জেরে এখনও পর্যন্ত পাওয়া খবরে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহতর সংখ্যা ৬৪। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মুজফ্ফরনগর ট্রেন ট্র্যাজেডি

শনিবার সন্ধ্যে ৬টার পর উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পার হয়ে খাটাউলির কাছে এই ঘটনা ঘটে। কী ভাবে এই ঘটনা তা নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি রেল। তবে সূত্রের খবর, যে লাইন দিয়ে ট্রেনটি যাচ্ছিল তাতে কাজ চলছিল। দ্রুত গতিতে ট্রেন যে এসে পড়েছে তা নাকি খেয়াল করেননি রেলের শ্রমিকরা।

লাইনচ্যুত হরিদ্বারমুখী পুরীর ট্রেন, বাড়ছে মৃতের সংখ্যা

লাইন মেরামতির জেরে কোনওভাবে ট্রেনের চাকা পিছলে গিয়েই এতবড় দুর্ঘটনা বলে দাবি করছেন স্থানীয়রা। রেল অবশ্য এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য এখনও দেয়নি। লাইনচ্যুত কামরাগুলি একে অপরের উপরে উঠে গিয়েছে। বহু যাত্রী বিধ্বস্ত কামরার মধ্যে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। এঁদের খোঁজে লাইনচ্যুত কামরার মধ্যে খোঁজ চালানো হচ্ছে। রাতের অন্ধকারেই লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

লাইনচ্যুত হরিদ্বারমুখী পুরীর ট্রেন, বাড়ছে মৃতের সংখ্যা

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় এনডিএফ-এর দল। এরপরই গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। রাত ৯টার মধ্যে হরিদ্বার স্টেশনে ঢোকার কথা ছিল ট্রেনটির। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে তিনি এই ঘটনাকে দুঃর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। খাটাউলি স্টেশনটি মূলত মুজফ্ফরনগর এবং মেরঠের মাঝে অবস্থিত। রেল দফতরে ঘটনার খবর আশতেই আম্বালা থেকে একটি রিলিফ ট্রেনকেও ঘটনাস্থলে পাঠানো হয়।

পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের এই ট্র্যাজেডিকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেছেন, 'এই ঘটনা খুবই যন্ত্রণার। আমি মৃতদের পরিবারের পাশে রয়েছি।' রেলমন্ত্রক এবং উত্তর প্রদেশ সরকার ট্রেন ট্র্যাজেডির দুর্গতদের জন্য সবধরণের সহযোগিতা করে যাচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

লাইনচ্যুত হরিদ্বারমুখী পুরীর ট্রেন, বাড়ছে মৃতের সংখ্যা

পুরী-হরিদ্বার এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে যান রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। মৃতদের পরিবারকে ৩.৫লক্ষ টাকার আপতকালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। গুরুতর জখমদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

ঘটনার কিছুক্ষণ আগে রেল লাইন মেরামতির কাজ চলছিল

ট্রেন ট্র্যাজেডি-র ক্ষয়-ক্ষতির বিবরণ দিতে গিয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অনিল সাক্সেনা ১৪টি কামরা লাইনচ্যুত হওয়ার কথা নিশ্চিত করেন।

রেলের তরফে জায়গায় জায়গায় খোলা হয়েছে হেল্পলাইন। এগুলি হল মোরাদাবাদ হেল্পলাইন ১০৭২, রেলের হেল্পলাইন ২১০১, হরিদ্বার রেলওয়ে- ৫১৩১ এবং ৫১০১,ভূবনেশ্বর ০৬৭৪-২৫৩২০২৭ এবং ০৬৭৪-২৪৯০৬৭০।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তবে, লালুপ্রসাদব যাদব রেলমন্ত্রী সুরেশ প্রভুর পদত্যাগ দাবি করেছেন।

English summary
In a major train accident, at least 5 passengers have been died and 34 injured after six coaches of 18477 Puri Haridwar Kalinga Utkal Express derailed today near Muzaffarnagar, Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X