For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ারটেলের গ্রাহকের কাছে লক্ষাধিক টাকার 'উড়ো বিল', নেপথ্যের গাফিলতি জেনে সতর্ক হোন

দিল্লির নীতিন শেট্টির দাবি, তাঁর কাছে আচমকাই ১, ৮৬, ৫৫৩ টাকার ফোনের 'উড়ো-বিল' পাঠিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়েছে শিগিগির এই বিল পেমেন্ট করতে হবে ।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির নীতিন শেট্টির দাবি, তাঁর কাছে আচমকাই ১, ৮৬, ৫৫৩ টাকার ফোনের 'উড়ো-বিল' পাঠিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়েছে শিগিগির এই বিল পেমেন্ট করতে হবে । এবছরের জুন আট থেকে জুলাই মাসের ৭ তারিখ পর্যন্ত সময়সীমাতে তাঁর এয়ারটেল কানেকশনের এই লাখ টাকার বিল হয়েছে বলে নীতিনকে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন:রিচার্জ নিয়ে এয়ারটেল, জিও, ভোডাফোন ও আইডিয়ার মধ্যে লড়াই তুঙ্গে][আরও পড়ুন:রিচার্জ নিয়ে এয়ারটেল, জিও, ভোডাফোন ও আইডিয়ার মধ্যে লড়াই তুঙ্গে]

এয়ারটেলের ফোনের সংযোগে, নীতিনের যে সিস্টেম করা রয়েছে, তাতে বিল ১৪ ০০০ টাকার বেশি হলেই তাঁর কাছে এয়ারটেলের তরফ থেকে ফোন কল আসবার কথা। ফোনে তাঁকে বিলের টাকার অঙ্ক মনে করিয়ে দেওয়ার কথা।

এয়ারটেলের গ্রাহকের কাছে লক্ষাধিক টাকার 'উড়ো বিল', নেপথ্যের গাফিলতি জেনে সতর্ক হোন

উল্লেখ্য, জুন মাসে দুবাই বেড়াতে যাোয়ার সময় নীতিন একটি এয়ারটেলের আন্তর্জাতিক ডেটা কার্ড ভরিয়ে নেন। নিয়ম অনুযায়ী ফিরে আসার পর, সেই কার্ড ডিঅ্যাক্টিভেট করবার জন্য এয়ারটেল কর্তৃপক্ষকে জানানোর কথা নীতিনের। তবে এয়ারটেলের 'মাই এয়ারচেল অ্যাপ'টিতে প্রযুক্তিগত সমস্যার জন্য, নিতীনের সেই আবেদন অর্থাৎ আন্তর্জাতিক রোমিং ডিঅ্যাক্টিভেটের আবেদন যায়নি এয়ারটেল কর্তৃপক্ষের কাছে।

[আরও পড়ুন:জিওকে টেক্কা দিতে আসরে ভোডাফোন এবং এয়ারটেল][আরও পড়ুন:জিওকে টেক্কা দিতে আসরে ভোডাফোন এবং এয়ারটেল]

সঙ্গে সঙ্গে তা এয়ারটেলকে জানিয়েছিলেন নিতীন। তখনই এয়ারটেল জানায়, যে তাদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটায় , তারা কোনও বিল জেনারেট করছে না। তবে দেখা যায় পরে, সেই বিলই জেনারেট হয়ে গিয়েছে এয়ারটেলের তরফে। এ নিয়ে বার বার এয়ারটেল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার সমাধানের অপেক্ষায় দিল্লির নিতীন শেঠি।

English summary
new Delhi-based Nitin Sethi has alleged that he has received a whopping Rs 1,86,553 bill from Airtel. He's been asked to pay the sum immediately. The bill -- that he has shared with India Today Tech -- has been generated for the period June 8-July 7, 2017 with Airtel's permutations and combinations suggesting that Nitin used services worth Rs 1,52,727 during the period.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X