For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় বিয়ের অনুষ্ঠান দেখতে টাকা দিয়ে টিকিট কাটছেন বিদেশি পর্যটকেরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৮ সেপ্টেম্বর : বেঙ্গালুরুর বাসিন্দা নম্রতা নটরাজন এবং নিতিন বাতি গতমাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কন্নড় রীতি মেনে হওয়া এই বিয়েতে দু'পক্ষেরই অনেক অতিথি এসেছিলেন। সঙ্গে এসেছিলেন আরও ৬জন বিদেশি। তবে এরা কেউই দু'পক্ষের কারও আত্মীয় বা চেনা নন। [বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ']

সকলেই আগন্তুক। তবে লুকিয়েও বিয়ে বাড়িতে আসেননি। বস্তুত তাদের খাতির যত্নের কোনও খামতি ছিল না। ভাবছেন এ আবার কি? আজ্ঞে হ্যাঁ। আসলে ঘটনা হল এই বিদেশিরা সকলেই টিকিট কেটে বিয়ে দেখতে এসেছেন। [স্ত্রী সতীত্বের পরীক্ষায় ফেল, ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে ভাঙলেন স্বামী]

ভারতীয় বিয়ের অনুষ্ঠান দেখতে টাকা দিয়ে টিকিট কাটছেন বিদেশিরা!

আসলে ঘটনা হল 'Join My Wedding' নামে একটি স্টার্ট আপের মাধ্যমে এই বিদেশিরা ভারতের এসে কন্নড় বিয়ে দেখার সুযোগ পেয়েছেন। এই স্টার্ট আপের মাধ্যমেই তাঁরা ভারতীয় বিয়ের অনুষ্ঠানের টিকিট কেটেছেন। [সমকামীদের জন্য 'ম্যারেজ ব্যুরো' খুলল ভারতে]

আর এইভাবে নম্রতা ও নিতিন হয়ে গিয়েছেন ভারতের প্রথম দম্পতি যাদের বিয়ে টিকিট কেটে দেখলেন বিদেশ অতিথিরা। তাঁরা ফেসবুকে এমন একটি পোস্ট দেখে স্টার্ট আপ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। এরপরে তারাই সব ব্যবস্থা করে দিয়েছে। [স্ত্রী পরপুরুষকে ভালোবাসে, খুশি মনে দুজনের বিয়ে দিলেন স্বামী]

নম্রতা জানিয়েছেন, এমন হবে তাঁরা ভাবতেও পারেননি। বিষয়টি শোনার পরই তাঁদের মনে হয়েছিল এমনটা চেষ্টা করা যেতে পারে। কারণ এই জিনিস আগে কেউ করেনি। এছাড়া এই উপায়ে নতুন বন্ধুও তৈরি করা যাবে। ব্যস এটা ভেবেই নিজেদের বিয়ের অনুষ্ঠানে আসার অনুমতি দিয়ে দিয়েছিলেন নম্রতা ও নিতিন।

এরপরে মাত্র একমাসের মধ্যে মোট ৯টি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড ও নিউ জিল্যান্ড থেকে অতিথিরা এসে বিয়েতে যোগ দেন। গত অগাস্টের ২৭ ও ২৯ তারিখ বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান ছিল। বিয়েতে উপস্থিত থাকতে অতিথিদের খরচ পড়েছে মাত্র ৩৩০০ টাকার কিছু বেশি।

জানা গিয়েছে, এই স্টার্ট আপের মাধ্যমে এখনও পর্যন্ত ৬০জন বিদেশি ভারতীয় বিয়ে দেখতে আবেদন জানিয়েছেন।

English summary
This Indian Couple Sold Tickets For Their Wedding To 6 Foreigners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X