For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিএম-এ লাইন দেওয়ার জন্য ৯০ টাকায় লোক ভাড়া পাওয়া যাচ্ছে!

টাকা তুলতে এটিএম-এর লম্বা লাইনে ২-৩ ঘন্টা দাঁড়ানোটা এখন বড় সমস্যা। আর তার সমাধানই নিয়ে এসেছে দিল্লির স্টার্ট আপ সংস্থা 'বুকমাইছোটু'। লাইনে দাঁড়ানোর জন্য ৯০ টাকার বদলে লোক ভাড়া পাওয়া যাচ্ছে এখানে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ নভেম্বর : কালো টাকা দুর্নীতির মোকাবিলায় নরেন্দ্র মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণায় ৮২ শতাংশ ভারতীয় সম্মতি জানিয়েছেন। তবে, নোট বদল, টাকা তোলার জেরে যে হয়রানি ভোগান্তি শুরু হয়েছে তাতে একদল বেশ হতাশ।

মানুষের এই হয়রানির সুযোগ তুলেই টাকা উপার্জনের ব্যবসার নয়া পথ বের করেছে বেশ কিছু স্টার্ট আপ সংস্থা। কথায় বলে, "কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ"। ঠিক তেমনই সাধারণ মানুষের হয়রানিতে টাকা কামানোর পথ বার করেছে দিল্লির এক সংস্থা।

এটিএম-এ লাইন দেওয়ার জন্য ৯০ টাকায় লোক ভাড়া পাওয়া যাচ্ছে!

টাকা তোলার জন্য এটিএম-এর লম্বা লাইনে ২-৩ ঘন্টা দাঁড়ানোটা এখন সবচেয়ে বড় সমস্যা। আর তার সমাধানই নিয়ে এসেছে দিল্লির স্টার্ট আপ সংস্থা 'বুকমাইছোটু'। বার্তাবহক বা অন্যান্য কেরানি পরিষেবার জন্য এই সংস্থা থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করা যায়।

এই সংস্থা এখন এটিএম ও ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর জন্য কর্মী পরিষেবা দিচ্ছে। প্রতি ঘন্টা হিসাবে ৯০ টাকা দিতে হবে। তবে এই পরিষেবা শুধু দিল্লিতেই পাওয়া যাচ্ছে।

English summary
his Delhi-Based Startup Is Offering Paid Manpower To Stand In ATM Queues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X