For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কথা রেখে নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করল রাজ্য সরকার

Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন ফাই অবশেষে প্রকাশ করল কলকাতা পুলিশ। এই ৬৪টি ফাইল ডিভিডি আকারে প্রকাশ করা হল। নেতাজির পরিবারের হাতে এই ডিভিডি তুলে দিলেন নগর পাল সুরজিৎ কর পুরকায়স্থ। [নেতাজি নিয়ে গোপন নথিতে কি থাকতে পারে? জেনে নিন আগে থেকে]

এই ৬৪টি ফাইলে রয়েছে মোট ১২,৭৪৪ পাতা। শুক্রবার ডিভিডি আকারে এই ফাইলগুলি তুলে দেওয়া হল নেতাজির পরিবারের হাতে। প্রকাশ করা হল সংবাদমাধ্যমের কাছেও। কিন্তু সাধারণ মানুষের জন্য এই ফাইলগুলি উন্মুক্ত করা হবে আগামী সোমবার থেকে।

কথা রেখে নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করল রাজ্য সরকার

আগামী ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন নেতাজির পরিবারের সদস্যরা। কেন্দ্রের কাছে নেতাজি সংক্রান্ত যে গোপন নথি রয়েছে সেগুলির প্রকাশ করার অনুরোধ জানানো হবে প্রধানমন্ত্রীকে। রাজ্যের কাছে যে ফাইলগুলি রয়েছে তার থেকেও বেশি বিস্ফোরক তথ্য কেন্দ্রের কাছে রাখে নথিতে রয়েছে হসেই মনে করা হচ্ছে। [বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!]

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ফাইলগুলির গোপনীয়তা ভাঙা হবে। তিনি বলেন নেতাজি সম্পর্কে রাজ্যের মানুষের জানার অধিকার রয়েছে। যদিও এদিন পুলিশ মিউজিয়ামের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মমতা। মমতাঘণিষ্ঠদের কথায়, মুখ্যমন্ত্রী আসলে এই অনুষ্ঠানটিকে রাজনৈতিক রং দিতে চাননি বলেই তিনি অনুপস্থিত ছিলেন। [নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?]

কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পরে, এই সময়েই কেন ওই নেতাজি সংক্রান্ত গোপনীয় তথ্যগুলি প্রকাশ করার সিদ্ধান্ত নিল মমতার সরকার?

English summary
The Netaji Mystery: 64 Secret Files declassified by Kolkata Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X