For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের পাঠানকোটে সেনা সেজে বিমান ঘাঁটিতে পাক জঙ্গি হামলা

  • |
Google Oneindia Bengali News

পাঠানকোট, ২ জানুয়ারি : আশঙ্কাকে সত্যি করে জঙ্গি হামলা নেমে এল ভারতে। পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনার বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় মোট ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়াও গুলির লড়াইয়ে তিন জওয়ান শহিদ হয়েছেন।

জানা গিয়েছে, এদিন ভোর ৩টে নাগাদ একে ৪৭ রাইফেল হাতে সেনার বেশে পাকিস্তান থেকে এদেশে আসা জঙ্গিরা হামলা চালায়। বিমানবন্দর ধ্বংস করে নাশকতার পরিবেশ সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে।

পাঞ্জাবের পাঠানকোটে সেনা সেজে বিমান ঘাঁটিতে পাক জঙ্গি হামলা

সেনা থেকে পাওয়া খবর অনুযায়ী সম্ভবত মোট ৬ জন আত্মঘাতী জঙ্গি এদিন ভোরে হামলা চালায়। এদের মধ্যে ৪জনকে নিকেশ করা সম্ভব হলেও এখনও দুই জঙ্গির খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

এই জঙ্গিরা পাঠানকোটে ভারত-পাক সীমান্ত দিয়ে এদেশে আসে। সেইসময়ে ইকাগর সিং নামে একজন সাধারণ নাগরিককে খুন করে। এরপরে এরা মাথায় বন্দুক ঠেকিয়ে গুরদাসপুর পুলিশের সুপারিনটেনডেন্ট সলবিন্দর সিংয়ের মাহিন্দ্রা এসইউভি গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে সেই গাড়িটিকে পাঞ্জাব-হিমাচল প্রদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়। পরে এদিন ভোরে সেনা সেজে বিমান ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।

English summary
Terrorists in army fatigues attack air force base in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X