For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে রুট বদলে পুরনো পথেই ভারতে ঢুকছে জঙ্গিরা, রিপোর্ট গোয়েন্দা সূত্রে

সাধারণভাবে সীমান্তে কোনও নতুন রুট তৈরি হল কিনা সেদিকেই বেশি নজর রাখা হয়। আর সেই সুযোগ নিয়ে পুরনো রুটেই অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৮ অক্টোবর : নতুন রুটে ভারতে আর প্রবেশের চেষ্টা করছে না জঙ্গিরা। বদলে পুরনো রুটগুলিকেই সীমান্তে অবৈধ অনুপ্রবেশের জন্য ব্যবহার করছে জঙ্গিরা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতীয় সেনার হাতে। [মই দিয়ে কাঁটাতারের সীমান্ত টপকে এদেশে ঢোকে উরি হামলার জঙ্গিরা]

সেনার সূত্র বলছে, সাধারণভাবে অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে জঙ্গিরা নিত্যনতুন রুট তৈরি করে বা বদলে থাকে। এক্ষেত্রে বেশ কয়েকবছর আগে তৈরি রুট দিয়েই ফের অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। [২০১৮ সালের মধ্যে পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করবে কেন্দ্র]

সীমান্তে রুট বদলে পুরনো পথেই ভারতে ঢুকছে জঙ্গিরা!

এর কারণ হিসাবে গোয়েন্দারা মনে করছেন, সাধারণভাবে সীমান্তে কোনও নতুন রুট তৈরি হল কিনা সেদিকেই বেশি নজর রাখা হয়। আর সেই সুযোগ নিয়ে পুরনো রুটেই অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। [২০১৩ সালে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ইউপিএ সরকারও, দাবি পি চিদাম্বরমের]

সার্জিক্যাল স্ট্রাইকের পরও সেই অনুপ্রবেশের চেষ্টা থেমে নেই। ৫ জন জঙ্গি সীমান্ত পার করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। আর তারা পুরনো পথেই এদেশে আসার চেষ্টা করেছে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন]

এই খবর জানার পরই এরকম আর কোন পুরনো রুট রয়েছে তার খোঁজ করছেন গোয়েন্দারা। সীমান্তে কড়া পাহারা থাকলেও জঙ্গিরা নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে এদেশে ঢোকার ফিকির করে চলেছে।

আরও মনে করা হচ্ছে, বর্তমান সময়ে উরি হামলার পরে বারবার যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে চলেছে পাকিস্তান। সীমান্তে গোলাবর্ষণের মধ্য দিয়ে পাকিস্তান জঙ্গিদের এদেশে ঢোকার সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ উঠছে।

২০১৫ সালে কাশ্মীর উপত্যকায় মোট ৭০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। আর এবছর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ। এর মধ্যে স্থানীয় জঙ্গি যেমন রয়েছে, তেমনই সীমান্ত পার করে আসা জঙ্গিরাও রয়েছে।

English summary
Terrorists dump new routes, take the older ones to infiltrate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X