For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম এক জঙ্গি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর : উরি হামলার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আরও একবার জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরের বান্দিপোরায়। সেনা জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা অতর্কিতে গুলি চালেতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সেনা- জঙ্গি গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ হল!]

কয়েকদিন আগেই কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলা করে জঙ্গিরা। এই নৃশংস ঘটনায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। এই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। সেনাবাহিনীর শীর্ষ কর্তারাও এই হামলার ঘটনার পর থেকেই ক্ষুব্ধ। সেনাবাহিনীর পক্ষ থেকে মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট রণবীর সিং পাকিস্তান কে উদ্দেশ্য করে বলেন, "ভারতীয় সেনা যখন, যেখানে খুশি পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে"। [পাকিস্তান 'সন্ত্রাসবাদী রাষ্ট্র': বিল পেশ মার্কিন কংগ্রেসে]

কাশ্মীরে বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি

ভারতের উপর ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের আসল চেহারে প্রকাশ্যে এসে গিয়েছে। উল্লেখ্য বুধবারই মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছে। এই বিলটিতে পেশ করার উদ্দেশ্য হল, পাকিস্তানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষাণা করা। সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান নিয়ে সারা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় চলছে। [জঙ্গি হামলার দু'দিনের মাথায় উরিতে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের]

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীরের উরিতে হামলার বিষয়ে মুখে কুলুপ এেঁটেছেন। এর মধ্যেই সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান বেশ কয়েকবার গুলির চালিয়েছে। এত সব কিছুর পরেও ভারতীয় সেনা ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর সাফ জানিয়ে দিয়েছেন, "উরি হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের উচিৎ জবাব দেবে ভারত"। তার মধ্যেই বৃহস্পতিবারের জঙ্গি হামলা দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মনে করেছেন ওয়াকিবহল মহল। [যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার]

English summary
Terror attack in kashmir, one militant dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X