For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ ও ১০০০ টাকার নোটের পর কি এবার ১, ২ ও ১০ টাকার কয়েনের পালা, কী বলছেন সাংসদ

১, ২, ১০ টাকার কয়েন দেশের বাজার থেকে তুলে নেওয়া হোক। রাজ্যসভায় এমনটাই দাবি করলেন জনতা দল ইউনাইটেডের সাংসদ। দোকান ও ব্যাঙ্কগুলি কয়েন নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি

  • |
Google Oneindia Bengali News

১, ২, ১০ টাকার কয়েন দেশের বাজার থেকে তুলে নেওয়া হোক।

রাজ্যসভায় এমনটাই দাবি করলেন নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের সাংসদ আলি আনোয়ার আনসারি।

৫০০ ও ১০০০ টাকার নোটের পর কি এবার ১, ২, ১০টাকার কয়েনের পালা

১, ২, ১০ টাকার কয়েন নিচ্ছে না দোকানদাররা। এমনকি দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্কও কয়েন নিতে অস্বীকার করছে। রাজ্যসভায় জিরো আওয়ারে আমজনতার এই সমস্যার কথা তুলে ধরলেন নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সাংসদ আলি আনোয়ার আনসারি। সমস্যা থেকে বাঁচতে "নোটবন্দি"র মতো "কয়েনবন্দি"র উপায় বাতলেছেন তিনি।

৫০০ ও ১০০০ টাকার নোটের পর কি এবার ১, ২, ১০টাকার কয়েনের পালা

রাজ্যসভায় জেডি(ইউ) সাংসদ বলেন, অনেক ক্ষেত্রেই খুচরো কয়েন নিতে অস্বীকার করছে দোকানদাররা, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আম জনতাকে। ব্যাঙ্ক থেকেই ১, ২, ১০ টাকার কয়েন ইস্যু করা হলেও, ব্যাঙ্কই তা নিতে অস্বীকার করছে, বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন বিহারের এই সাংসদ।

উপায় বাতলে, জেডিইউ সাংসদ আলি আনোয়ার আনসারি বলেছেন, ডিমনিটাইজেশনের দ্বিতীয় পর্যায়ে যেন পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের মতো ১, ২, ১০ টাকার কয়েন তুলে নেওয়া হয়।

English summary
Ten-rupee and lower coins not being accepted in shops and banks, JDU MP in RS, he is in favour of to withdraw from market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X