For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলঙ্গানায় ফ্রিজ খুলতেই চোখে পড়ল নড়ছে শঙ্খচূড় সাপ, হুলুস্থূল এলাকায়

তেলঙ্গানায় ফ্রিজ খুলতেই চোখে পড়ল নড়ছে শঙ্খচূড় সাপ, হুলুস্থূল এলাকায়। খবর দেওয়া হল সাঁপুড়েকে। সেই এসে ধরে নিয়ে যায় সাপটিকে। হাঁফ ছেড়ে বাঁচেন এলাকাবাসী।

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৪ এপ্রিল : প্রবল গরমে কার্যত জ্বলছে তেলেঙ্গানা। গড়ে তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি ছুঁয়ে রয়েছে। গ্রীষ্মের শুরুতেই প্রবল দাবদাহে গোটা রাজ্যের মানুষের প্রাণপাত করার জোগাড়। আগামী দিনে এই তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে সতর্কবাণী দেওয়া হয়েছে।

ফ্রিজের ভিতরে জ্যান্ত শঙ্খচূড়

ফ্রিজের ভিতরে জ্যান্ত শঙ্খচূড়

ফলে রেফ্রিজারেটরের ঠান্ডায় কিছুটা প্রাণ জুড়োয় বই কি। হয়ত সেটাই ভেবে গরম থেকে বাঁচতে তেলঙ্গানার সিরসিল্লা শহরে এক বিষধর শঙ্খচূড় সাপ সটান ঢুকে পড়েছিল এক গেরস্থের ফ্রিজের মধ্যে।

চোখে পড়ে বাড়ির মেয়ের

চোখে পড়ে বাড়ির মেয়ের

চার ফুট লম্বা ওই শঙ্খচূড় সাপটি সঞ্জীবাইয়া নগরের একটি বাড়ির ফ্রিজে ঢুকে চুপটি করে জিরোচ্ছিল। বাড়ির মেয়ে ফ্রিজ খুলে ঠান্ডা জল বের করতে গিয়েই সাপটিকে লক্ষ্য করে। ব্যস হইচই পড়ে যায় গোটা এলাকায়।

ডাক পড়ে সাঁপুড়ের

ডাক পড়ে সাঁপুড়ের

সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয় এক সাঁপুড়েকে। সেই ব্যক্তি এসে ফ্রিজ খুলে শঙ্খচূড়টিকে বের করে বস্তায় ভরে ফেলে। তারপর স্বস্তি ফেরে গোটা পরিবারে।

একই ঘটনা কেপটাউনে

একই ঘটনা কেপটাউনে

ঠিক এরকমই একটি ঘটনা গত সপ্তাহে ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এক সুপারমার্কেটে জিনি, কেনার সময়ে ফ্রিজের জায়গায় দইয়ের কৌটো নেওয়ার সময়ই এক মহিলা দেখেন ১২ ফুট লম্বা পাইথন নিশ্চিন্তে ঠান্ডায় আরাম করছে।

English summary
Telangana Girl Opened Fridge. A King Cobra Inside
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X