For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনের তথ্যপ্রযুক্তি কর্মী হত্যা: খুনের পর আত্মহত্যা করতে চায় অভিযুক্ত

প্রযুক্তিনগরী পুণেতে ফের একবার মহিলা তথ্য প্রযুক্তিকর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুণের হিনজাওয়াড়ির রাজীব গান্ধী ইনফোটেক পার্কে ইনফোসিসের দফতরে খুন হন মহিলা কর্মী কে.রসিলা রাজু।

  • |
Google Oneindia Bengali News

পুণে, ৩০ জানুয়ারি : প্রযুক্তিনগরী পুণেতে ফের একবার মহিলা তথ্য প্রযুক্তিকর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুণের হিনজাওয়াড়ির রাজীব গান্ধী ইনফোটেক পার্কে ইনফোসিসের দফতরে খুন হন কেরলের মহিলা কর্মী কে.রসিলা রাজু। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সংস্থার নিরাপত্তারক্ষী ভবেন সইকিয়াকে।[মাত্র ১০ টাকার জন্য আত্মহত্যা মহিলার!]

সংস্থার দফতরের ৯ তলা থেকে উদ্ধার করা হয় মৃত রসিলা রাজুর দেহ। পুলিশের অনুমান ওই মহিলাকে গলায় কম্পিউটারের তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রসঙ্গত যে কনফারেন্স রুম থেকে মৃত দেহ উদ্ধার করা হয়েছে, সেই ঘরের চাবি সেসময়ে ছিল নিরাপত্তারক্ষী ভবেনের কাছে। সেই সূত্রেই তাকে গ্রেফতার করা হয়।[পুণের রাস্তায় কুপিয়ে খুন করা হল বেহালার তরুণীকে]

ফের পুণেতে খুন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী

পুলিশের সূত্রে খবর, রসিলা রাজু নামের ওই মহিলা কর্মীর একটি কাজের জন্য দফতর থেকেই বেঙ্গালুরুতে ফোন করবার কথা ছিল। কিন্তু সময়মত সেই ফোন না যাওয়ারয় দফতরের অন্যান্য কর্মীরা তাঁকে খুঁজতে গিয়ে দেখতে পায় তাঁর মৃতদেহ। তাঁর ছুটির দিনে রসিলা দফতরে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ।সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবি দেখে পুলিশের অনুমান গতকাল রাত ৮ নাগাদ তাঁকে খুন করা হয় রসিলাকে।[সহপাঠীর বিয়ের প্রস্তাব ফেরানোই কি কাল হল অন্তরার?]

আসমের বাসিন্দা ভবেনকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। ধৃত ভবেন সাইকিয়াকে পুণে নিয়ে গিয়ে জেরা করা হয় । জেরায় মুখে জানা গিয়েছে, অনেকদিন ধরেই ওই মহিলাকে উত্যক্ত করত ভবেন। সেই নিয়ে কোনও বচসার জেরে এই খুন বলে ধারনা পুলিশের। ধৃত ভবেন জেরার মুখে জানিয়েছে, রসিলাকে খুন করবার পর সে আত্মহত্যা করতে চেয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। মৃতা রসিলাকে খুনের আগে মারধর করা হয় বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। আজ ধৃতকে আদালতে তোলা হবে।[পুনের ইনফোসিস ক্যাম্পাসে মহিলাকে ধর্ষণ]

প্রসঙ্গত ,গত মাসের শেষের দিকে পুণেতে ২৩ বছরের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর অন্তরা দাসের খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, ২৫ বছরের রসিলা রাজুর খুনের ঘটনা আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল পুণেতে মহিলাদের নিরাপত্তাকে।

English summary
Techie ‘strangled to death’ inside Infosys campus in Pune.Pune city police arrested a security guard working at the Infosys campus in connection with the murder of 25-year-old software engineer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X