For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের প্রথম রূপান্তরকামী মহিলা সাব-ইনস্পেক্টর

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৬ নভেম্বর : ধর্ম বৈষম্য নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই লিঙ্গ বৈষম্যকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে আরও সাবালক হল ভারতবর্ষ। আর সেই সূত্র ধরেই দেশ পেতে চলেছে প্রথম রূপান্তরকামী মহিলা পুলিশ সাব ইনস্পেক্টর। [ভারত পেল প্রথম 'রূপান্তরিত' কলেজ অধ্যক্ষা, মানবী বন্দ্যোপাধ্যায়]

মাদ্রাজ হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে 'তামিলনাড়ু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড'-কে (টিএনইউএসআরবি) নির্দেশ দিয়েছে, অবিলম্বে পৃথিকা যশীনি নামে এক রূপান্তরকামীকে কাজে নিয়োগ করতে।

দেশের প্রথম রূপান্তরকামী মহিলা সাব-ইনস্পেক্টর

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কিষণ কউল ও বিতারপতি পুষ্পা সত্যনারায়ণের ডিভিশন বেঞ্চ একইসঙ্গে টিএনইউএসআরবি-কে নির্দেশ দিয়েছে, অবিলম্বে পরের চাকরির দরখাস্ত আহ্বানের সময়ে 'তৃতীয় লিঙ্গ'-এর উল্লেখ করতে।

এর আগে সাব ইনস্পেক্টর পদে চাকরির জন্য আবেদন করেন পৃথিকা। তবে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয় পুলিশের তরফে। সঙ্গে সঙ্গে হাইকোর্টে আবেদন করেন পৃথিকা।

সব খতিয়ে দেখে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত। সেই লিখিত পরীক্ষায় পৃথিকা পাশও করেন। কিন্তু তারপরও আটকে দেওয়া হয় তাঁর আবেদন। ফের আদালতে জানালে সবদিক বিবেচনা করে আদালত পৃথিকার পক্ষেই রায় দিয়েছে।

আদালত জানিয়েছে, সাব ইনস্পেক্টর পদে যোগ দেওয়ার সবরকম যোগ্যতা রয়েছে আবেদনকারী পৃথিকা যশীনির। অবিলম্বে তাঁকে পদে নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত, এর আগে দুজন রূপান্তরকামী পুলিশে যোগ দিয়েছেন। তবে তারা কনস্টেবল পদে কাজ করছেন। সাব ইনস্পেক্টর পদে পৃথিকাই হতে চলেছেন সারা দেশে প্রথম।

English summary
Tamil Nadu set to get its first transgender police sub-inspector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X