For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়ে যে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সোমবার অনুষ্ঠিত হবে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। মোট ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই রাজ্যে। লোকসভার আসনসংখ্যা ধরলে এখানে মোট ৩৯টি কেন্দ্র রয়েছে। ১৬ মে সোমবার মাত্র একদফাতেই এই রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। ফলাফল জানা যাবে ১৯ মে।

কেরল বিধানসভা নির্বাচন নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন একনজরে

পণ্ডিচেরি বিধানসভা নির্বাচন নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জানতে হবে

তামিলনাড়ু রাজনীতি বরাবরই রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত পছন্দের একটি বিষয়। এই রাজ্যে একেবারে প্রথম থেকেই রুপোলি পর্দার তারকারা রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। এমজি রামচন্দ্রণ থেকে শুরু করে এম করুণানিধি ও বর্তমানে মুখ্যমন্ত্রী পদে থাকা জে জয়ললিতা। সকলেই এসেছেন সিনেমার জগত থেকে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়ে যে তথ্যগুলি জানা প্রয়োজন

তামিলনাড়ু নির্বাচন নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হয়েছে

  • তামিলনাড়ু বিধানসভা ভোটে মোট ভোটদাতার সংখ্যা ৫.৭৯ কোটি। মোট পোলিং স্টেশনের সংখ্যা ৬৫ হাজার ৬১৬টি।
  • গত ২০১১ সালের বিধানসভা ভোটে জে জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে জিতে ক্ষমতায় আসে। বিরোধী শক্তি হিসাবে জায়গা করে নেয় এম করুণানিধির দল ডিএমকে।
  • এখনও পর্যন্ত মোট পাঁচবার করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন এম করুণানিধি ও জে জয়ললিতা। এবার তাঁদের দল ভোটে জিতলে ষষ্ঠবারের জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন।
  • গত ২০১১ সালে এআইএডিএমকে পেয়েছিল ১৫০টি আসন, ডিএমকে পায় ৩২টি আসন।
  • এবছর ডিএমকে ও কংগ্রেস একসঙ্গে নির্বাচনে লড়ছে। এছাড়া ডিএমডিকে ও পিএমকে একসঙ্গো জোটবদ্ধ লড়ছে। বিজেপি ও এআইএডিএমকে আলাদা ভাবে লড়ছে।
  • তামিলনাড়ু নির্বাচনে মোট ৫৫৩ জন কোটিপতি প্রার্থী ভোটে লড়ছেন। এই কোটিপতি প্রার্থীর তালিকায় জয়ললিতা রয়েছেন তৃতীয় স্থানে।
  • কংগ্রেসের মোট ৩২ জন, বিজেপির ৬৪ জন, ১৫৬ জন এআইএডিএমকে, ১৩৩জন ডিএমকে, পিএমকের ৭২ জন ও ৫৭ জন পিএমকে প্রার্থী নির্বাচনী হলফনামায় নিজেদের কোটিপতি বলে জানিয়েছেন।
  • সব দল মিলিয়ে মোট ৯৯৭ জন প্রার্থীর মোট গড় আয় ৪.৩৫ কোটি টাকা। এর মধ্যে কংগ্রেস প্রার্থীদের গড় আয় সবচেয়ে বেশি ১৬.৮৮ কোটি টাকা।
  • সব দল মিলিয়ে মোট ৯৯৭ জন প্রার্থীর মধ্যে ২৮৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ১৫৭ জন গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত।
  • তামিলনাড়ু বিধানসভায় মোট ২৮টি কেন্দ্র অতি উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। কারণ এই কেন্দ্রগুলিতে তিনজন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
  • এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মোট ৯৯৭ জন প্রার্থীর মধ্যে মাত্র ১১.৭ শতাংশ হলেন মহিলা প্রার্থী। এর মধ্যে সালেম জেলায় সবচেয়ে বেশি মহিলা প্রার্থী রয়েছেন।
  • এমডিএমকে দলের মোট ২৯ জন মহিলা প্রার্থী ভোটে লড়ছেন। এআইএডিএমকে-র ৩১ জন, এছাড়া ডিএমকে-র ১১ শতাংশ মহিলা প্রার্থী ও বিজেপি-কংগ্রেসের ৭ শতাংশ মহিলা প্রার্থী ভোটে লড়ছেন।
  • এআইএডিএমকে নেত্রী জয়ললিতা ডঃ রাধাকৃষ্ণণ নগর থেকে ভোটে লড়ছেন। অন্যদিকে এম করুণানিধি তিরুভারুর থেকে ভোটে লড়ছেন।
  • এবছর যে দলগুলি একা অথবা একসঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে তার মধ্যে রয়েছে ডিএমকে জোট, এআইএডিএমকে জোট, পিডব্লিউএফ জোট, এনডিএ প্রমুখ।
  • ডিএমকে জোটের প্রধান মুখ হল ডিএমকে ও কংগ্রেস এবং অন্যান্যরা। এআইএডিএমকে জোটে রয়েছে এআইএডিএমকে, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া ও অন্যান্যরা।
  • পিডব্লিউএফ জোটে রয়েছে সিপিআই, সিপিআইএম, ডিএমডিকে, এমডিএমকে, তামিল মানিলা কংগ্রেস।
  • এমডিএ জোটে রয়েছে বিজেপি ও ইন্দিয়া, জননায়গ কাটচি নামক দল এছাড়া বেশ কিছু দল একলা ভোটে লড়ছে।
English summary
Tamil Nadu Assembly elections 2016 : Some interesting facts to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X