For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠিক কবে কেন্দ্রের সঙ্গে নোট বাতিল নিয়ে আলোচনা শুরু হয়? জানালেন আরবিআই গভর্নর

সংসদীয় প্যানেলকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল জানিয়েছেন যে, গত বছরের শুরু থেকেই কেন্দ্রের সঙ্গে নোট বাতিল সংক্রান্ত আলোচনা শুরু হয়েছিল।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : সংসদীয় প্যানেলকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল জানিয়েছেন যে, গত বছরের শুরু থেকেই কেন্দ্রের সঙ্গে নোট বাতিল সংক্রান্ত আলোচনা শুরু হয়েছিল।[তৃণমূলের নোট বাতিল অবস্থানের সঙ্গে চিটফান্ড কাণ্ডে গ্রেফতারের কোনও সম্পর্ক নেই: সিবিআই]

সূত্রের খবর, প্যানেলের সদস্য কংগ্রেস নাকি জিজ্ঞাসা করেছেন যে দেশের সবচেয়ে বড় দুটি নোট বাতিলের সিদ্ধান্ত আদতে কার ছিল। এমনকী আরবিআইয়ের স্বতন্ত্রতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।[এটিএম থেকে কার্ডে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল কেন্দ্র]

ঠিক কবে কেন্দ্রের সঙ্গে নোট বাতিল নিয়ে আলোচনা জানালেন উর্জিত

এই প্যানেলের শীর্ষে রয়েছেন কংগ্রেস নেতা বীরাপ্পা মৈলী। যদিও বিজেপি নেতারা নাকি বেশি প্রশ্ন করতে না দিয়ে আরবিআই গভর্নরকে এযাত্রায় বাঁচিয়ে দিয়েছেন।[২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ! তার জায়গায় কী আসবে জানেন কি?]

নোটা বাতিলের পরে কত টাকা ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে, এবং ৫০০ ও ২ হাজারের নতুন নোট ছাপাতে কত টাকা খরচ পড়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। এই প্যানেলের অন্যতম সদস্য মনমোহন সিং-ও যেমন নোট বাতিলের ঘটনাকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন।

আরবিআইয়ের বক্তব্য শোনার পর সেই সংক্রান্ত রিপোর্ট প্যানেলের মাধ্যমে সংসদের অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে জানানো হয়েছে। নোট সংক্রান্ত যে প্রশ্ন করা হয়েছিল তার জবাব অর্থমন্ত্রক দিলেও তা প্যানেলকে ততটা সন্তুষ্ট করতে পারেনি বলেই জানা গিয়েছে। এই বিষয়টি আগামী শুক্রবার সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে উত্থাপিত হবে বলে জানা গিয়েছে।[(ছবি) কোন উন্নত দেশে কত বড় অঙ্কের নোট বাজারে চলে জানেন কি?]

English summary
Talks on demonetisation began early last year: RBI governor Urjit Patel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X