For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুলায়মের জন্মদিনে টাকা ঢালছে তালিবান-দাউদ, শ্লেষ আজম খানের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মুলায়ম
লখনউ, ২১ নভেম্বর: 'নেতাজি' মুলায়ম সিং যাদবের জন্মদিন উদযাপনে টাকা ঢালছে দাউদ ইব্রাহিম-তালিবান-আবু সালেম! মিডিয়ার খোঁচায় বিরক্ত হয়ে এমন শ্লেষাত্মক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। তাঁর এমন প্রতিক্রিয়ায় শোরগোল পড়ে গিয়েছে সব মহলে।

উত্তরপ্রদেশে 'নেতাজি' বলতে অজ্ঞান সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকরা! সেই মুলায়ম সিং যাদবের ৭৫তম জন্মদিন আগামীকাল। রামপুর শহরে এই উপলক্ষে যা উদযাপন হবে, তা দেখার মতো। রাণী ভিক্টোরিয়ায় আমলের একটি ফিটনগাড়ি আনা হয়েছে লন্ডন থেকে। তাতে চেপে 'নেতাজি' হাত নাড়তে-নাড়তে শহর পরিক্রমা করবেন। তখন দু'পাশে দাঁড়িয়ে ফুল ছুড়বেন সমর্থকরা। শিলান্যাস করবেন একটি মেডিক্যাল কলেজের। তার পর ৭৫ ফুট লম্বা একটি কেক কাটবেন। হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিদের দেখভাল করবে ৭৫ জন সুন্দরী। বলিউডের খ্যাতনামা শিল্পী গান গাইবেন।

আরও পড়ুন: জয়তু নেতাজি! ৭৫তম জন্মদিনে কাটা হবে ৭৫ ফুটের কেক

গোটা রামপুর শহরে ১০০টি তোরণ তৈরি করা হয়েছে। সব হোটেল, অতিথিশালা ভর্তি। এমনকী, ৬০ কিলোমিটার দূরের মোরাদাবাদ ও ৩০ কিলোমিটার দূরের বরেলি শহরেও সব অতিথিশালা পূর্ণ। নেতা-মন্ত্রী-আমলা মিলিয়ে অন্তত দু'হাজার অভ্যাগত হাজির থাকবেন। এঁদের যাতায়াতের জন্য ৩২টি অ্যাম্বাসাডর, ২০টি টয়োটা ইনোভা থাকবে। জন্মদিনের অনুষ্ঠানে নিরাপত্তা দেখভাল করবে ১২০০ পুলিশকর্মী। অনুষ্ঠান উপলক্ষে দু'দিন ধরে বন্ধ থাকবে রামপুরের সব স্কুল-কলেজ।

আর গোটা অনুষ্ঠানটা হচ্ছে সরকারি খরচে। এ নিয়েই শুক্রবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খানকে। কারণ তিনি এর মূল উদ্য়োক্তা। বিরক্ত আজম খান বলেন, "তালিবান টাকা দিচ্ছে। দাউদ ইব্রাহিম টাকা দিচ্ছে। আর হ্যাঁ, আবু সালেমও টাকা ঢালছে। এ বার যা পারেন বলুন, যা লেখার ইচ্ছে হয় লিখুন।"

English summary
Taliban, Dawood, Abu Salem sponsoring Mulayam's birthday, quips Azam Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X