For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যান কার্ডের জন্য আধার আবশ্যক করায় কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের!

পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর তথা প্যান কার্ডের জন্য আধার বাধ্যয়তামূলক করায় কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ এপ্রিল : পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর তথা প্যান কার্ডের জন্য আধার বাধ্যয়তামূলক করায় কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

কেন্দ্রের পক্ষে সওয়াল জবাব করার অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বিচারপতি একে সিকরির বেঞ্চকে জানিয়েছেন, দেখা গিয়েছে প্যান কার্ড তৈরির জন্য ভুয়ো কাগজপত্রের সাহায্য নেয়। এবং অনেকে ভুয়ো কাগজপত্রের সাহায্যে নিজের প্যান কার্ড বানাতে সফলও হন।

প্যান কার্ডের জন্য আধার আবশ্যক করায় কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের!

রোহাতগি জানিয়েছেন, এমন ঘটনাক নিদর্শনও রয়েছে যে একজনের একটি প্যান নম্বর ছিল এবং এই ভুয়ো কার্ড দিয়ে 'শেল কোম্পানিতে' টাকা স্থানান্তরিত করা হয়েছিল।

কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট নয় আদালত। অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করা হয়, "এই ধরণের জালিয়াতি বন্ধ করার জন্য কী প্যান কার্ড বানাতে আধারের প্রয়োজনীয়তা রয়েছে? কেন আধারকে আবশ্যক করা হল?"

আদালতের প্রশ্নের জবাবে রোহাতগি বলেন, এর আগেও দেখা গিয়েছে মোবাইলের জন্য সিম কার্ড তোলার ক্ষেত্রেও ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে মানুষ।

যদিও বিচারপতি একে সিকরির বেঞ্চ জানিয়ে দিয়েছে, প্যান কার্ডের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা সংক্রান্ত জনস্বার্থ মামলার আগামী শুনানি হবে ২৫ এপ্রিল।

English summary
Supreme Court questions Centre for making Aadhaar mandatory for PAN cards
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X