For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, ফাঁসিই হবে ইয়াকুব মেমনের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ জুলাই : ইয়াকুব মেমনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত। ফলে ফাঁসি হতে চলেছে ১৯৯৩ মুম্বই হামলায় সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের, এটা নিশ্চিত। [জেনে নিন ইয়াকুব মেমনের ফাঁসির দিনের নির্ধারিত টাইমলাইন]

ইয়াকুব মেমনকে ফাঁসি কাঠে ঝোলানো হবে কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই চূড়ান্ত জটিলতা অব্যাহত ছিল। দেশের নানা প্রান্ত থেকে যেমন এই ফাঁসির পক্ষে আবেদন জানানো হয়েছিল, তেমনই সমাজের একাংশ ইয়াকুবের ফাঁসির বিরোধিতা করেছিলেন। [ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড : জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, ফাঁসিই হবে ইয়াকুব মেমনের


অন্যদিকে আদালতে ইয়াকুবের আইনজীবী আর রামেশ্বরম জানান, এই মৃত্যুদণ্ডের আদেশে পদ্ধতিগত ত্রুটি ছিল। একতরফাভাবে ইয়াকুবের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও দেওয়া হয়নি। মহারাষ্ট্র সরকার জোর করে ইয়াকুবকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চেয়েছে বলেও জানান আইনজীবী।

নজিরবিহীনভাবে ইয়াকুব মেমন কাণ্ডে শীর্ষ আদালতে রাতভর শুনানি হল। রাত ২ টো ১০ মিনিটে খোলা হয় সুপ্রিম কোর্ট। রাত ৩ টে ২০ মিনিট থেকে ভোর ৪টে ১৫ মিনিট পর্যন্ত চলে শুনানি। ৪ টে ৫০মিনিটে মেমনের আর্জি খারিজ হয়।

সব দিক বিবেচনা করেই সুপ্রিম কোর্ট ইয়াকুবের ফাঁসি রদের আবেদন খারিজ করে দিয়েছে। মহারাষ্ট্র সরকার, সেখানকার রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও ফাঁসি মকুবের আর্জি খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় ইয়াকুবের ফাঁসি কার্যকর হবে। আর কোনওভাবেই ইয়াকুবের আবেদন শোনা হবে না বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

English summary
Supreme Court has rejected the petition filed by Yakub Memon seeking mercy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X