For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে অবশেষে পুলিশের জালে 'সুপার থিফ', চুরির গল্প শুনলে হাঁ হয়ে যাবেন

দিল্লিতে পুলিশের জালে ধরা পড়ল হাই প্রোফাইল চোর। দিল্লির আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিত্তবান সরকারি আধিকারিকদের বাড়ি সে টার্গেট করত। বসন্ত কুঞ্জ এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে রাজধানী দিল্লিতে পুলিশের জালে ধরা পড়ল হাই প্রোফাইল চোর। বসন্ত কুঞ্জ এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে। কেতাদুরস্ত, ফ্যাশন সচেতন এই চোরের নাম সিদ্ধার্থ মেহরোত্রা। সে পেশায় গ্রাফিক ডিজাইনার।

দিল্লির আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিত্তবান সরকারি আধিকারিকদের বাড়ি সে টার্গেট করত। চারিদিক দেখে বাড়ি ফাঁকা পেলেই সঙ্গী নিয়ে ঢুকে সব জিনিস হাতিয়ে বেরিয়ে আসত। তাকে দেখে কারও বোঝার উপায় ছিল না যে সে চোর।

দিল্লিতে অবশেষে পুলিশের জালে 'সুপার থিফ', চুরির গল্প শুনলে হাঁ হয়ে যাবেন

সিদ্ধার্থ শিক্ষিত পরিবারের ছেলে। তার বাবা ব্যাঙ্ক ম্যানেজার। এমন বাড়ির ছেলে হওয়ায় ছোট থেকেই স্বচ্ছ্বলতার মধ্যে সে বড় হয়েছে। বৈভবের মধ্যে ওঠাবসা করা এই ছেলে যে আসলে চৌর্যবৃত্তিতে আসক্ত তা কেউ কখনও ভাবতে পারেননি।

পুলিশ জানিয়েছে, গত জানুয়ারি মাস থেকেই দক্ষিণ দিল্লিতে বহু বাড়িতে চুরির খবর আসছিল। এরপর ঘটনার তদন্তে বসন্ত কুঞ্জের এসিপি কেপি কুক্রেতি ও এসএইচও গগন ভাস্করের নেতৃত্বে দল গঠন করা হয়।

তারপরই ধীরে ধীরে খোঁজ মেলে সিদ্ধার্থের। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় সে হাজারো বিদেশি গাড়ির সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে দিয়ে রেখেছে। এই সবই চুরির টাকায় কেনা বলে পুলিশ জানতে পেরেছে। সিদ্ধার্থ পিতমপুরার বাসিন্দা ছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বেশ কয়েকটি গাড়ি ছাড়াও মার্কিন ডলার, নেপালি টাকা, ইন্দোনেশিয়ান রুপিয়া ও চুরি করা অনেক সোনার গয়না পাওয়া গিয়েছে। পুলিশকে সিদ্ধার্থ জানিয়েছে, সে এমন অনেক চুরি করেছে। তার সঙ্গী ছিল জীতেন্দ্র ও অনুরাগ নামে দুই যুবক। তাদেরও পরে পুলিশ গ্রেফতার করেছে।

English summary
Super thief who targets high profile houses arrested in New Delhi by police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X