For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের একটি গ্রামে বিয়ের নামে যে রীতি মানা হয় তা শুনলে চমকে যাবেন

বারমেঢ় জেলার দেরেসার গ্রামে বিয়ে মানে শুধু সংসার পাতা নয়, এ এক অন্য কর্তব্য। সীমান্তবর্তী এই গ্রামে মেরেকেটে ৬০০ জনের বাস। মুসলমান অধ্যুসিত গ্রামের বাসিন্দাদের সবমিলিয়ে মোট ৭০টি পরিবার রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিয়ে যেকোনও প্রাপ্তবয়স্কের জীবনেই হয়ে থাকে। এতে অস্বাভাবিকত্ব কিছু নেই। জীবন ও সংসারের নিয়ম মেনে মানুষ বিয়ে করে সংসার পাতে। তবে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের রাজস্থানের একটি গ্রাম বিয়েকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

বারমেঢ় জেলার দেরেসার গ্রামে বিয়ে মানে শুধু সংসার পাতা নয়, এ এক অন্য কর্তব্য। সীমান্তবর্তী এই গ্রামে মেরেকেটে ৬০০ জনের বাস। মুসলমান অধ্যুসিত গ্রামের বাসিন্দাদের সবমিলিয়ে মোট ৭০টি পরিবার রয়েছে।

রাজস্থানের একটি গ্রামে বিয়ের নামে কী রীতি মানা হয় তা জানেন!

এই গ্রামের রীতি হল, এখানে প্রতিটি পুরুষকে অন্তত ২বার করে আলাদা নারীর সঙ্গে বিয়ে করতেই হয়। সকলে যে নিজের ইচ্ছায় করেন তা নয়। রীতি মেনেই বিয়ে করতে হয়। যে পুরুষ বিয়েতে আগ্রহী নয়, তাকেও একবার নয় দু'বারই বিয়ে করতে হয় এই গ্রামে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, অনেক আগে এই গ্রামে পুরুষরা বিয়ে করে প্রথম স্ত্রীর কাছ থেকে সন্তান পাননি। আর সেজন্যই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করতে হয়েছে। আর কালক্রমে সেই ঘটনাই রীতি হিসাবে অনুসরণ করা শুরু হয়েছে। আর এভাবেই বারমেঢ়ের এই গ্রামে প্রতিটি পুরুষ নিয়ম মেনে দু'বার করে বিয়ে করে চলেছেন।

English summary
Such a tradition of the village of Rajasthan will surprise you
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X