For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনার অফিসারদের নিশানা করে এই বার্তা দিল আল কায়েদা

ভারতীয় সেনা জওয়ানদের উদ্দশ্য করে , তাঁদের হত্যার পরওয়ানা জারি করল আল কায়েদা।

  • |
Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত সেভাবে ভারতের মাটিতে ঘাঁটি গাড়তে পারেনি জঙ্গি সংগঠন আল কায়েদা, তবে বারবার ভারতে হামলার ছক কষে চলেছে তারা। শেষমেশ এখনও কিছু করতে না পেরে, ভারতীয় সেনা জওয়ানদের উদ্দশ্য করে , তাঁদের হত্যার পরওয়ানা জারি করল আল কায়েদা।[আরও পড়ুন:ভারতীয় মুসলমানদের 'সবচেয়ে নির্লজ্জ' বলে অপমান করল এই আল কায়েদা জঙ্গি]

কিছু দিন আগে এই জঙ্গি সংগঠন , নিজেদের একটি নিয়মবিধি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে , যাঁরা কাশ্মীরিদের ওপর অত্যাচার চালায়, তারাই আল কায়েদার আসল 'টার্গেট'। পাশপাশি এই নিয়মবিধির মধ্যে ভারতের হিন্দু নেতাদের ওপর হামলারও ইঙ্গিত দেওয়া হয়েছে।[আরও পড়ুন:জঙ্গিরা বানিয়ে ফেলেছে 'ল্যাপটপ বোমা', বিমানবন্দরে স্ক্যানারে ধরা যাবে না এটি!]

ভারতীয় সেনা অফিসারদের নিশানা করে এই বার্তা দিল আল কায়েদা

এখানেই শেষ নয়। ভারতীয় সেনা জওয়ানদেরও লক্ষ্য করে হামলার কথা ঘোষণা করেছে, জঙ্গি শিবির আল কায়েদা। নিয়মবিধিতে বলা হয়েছে, ভারতীয় সেনাকে যে শুধুমাত্র যুদ্ধ ক্ষেত্রেই মারতে হবে তা আবশ্যক নয়। ভারতীয় সেনা জওয়ানরা ছুটিতে থাকলেও, তাঁদের নিশানা করে , জওয়ানদের ওপর হামলা চালাতে হবে। তবে নিচু তলার জওয়ানদের নিশানা না করে, ভারতীয় সেনার বড় অফিসারদের ওপর হামলার কথা জানানো হয়েছে।[আরও পড়ুন:আইএসের কায়দায় ভারতে জঙ্গি হামলা চালানোর ডাক আল কায়েদার]

এদিকে, আল কায়েদা দ্বারা প্রকাশিত এই তথ্যের কতটা সত্যতা রয়েছে তা জানার জন্য , ওই নিয়মবিধিকে খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাঁরা মনে করছেন এই ধরণের কাঁচা কাজ হচ্ছে, জাকির মুসার। কিছুদিন আগেই যে হিজবুলের মতো জঙ্গি সংগঠন ছেড়ে আলকায়েদায় যোগ দিয়েছে।

English summary
The al-Qaeda in the sub-continent which has been a non-starter has made yet another attempt to launch operations in India. The AQIS released a Code of Conduct document in which it called upon its operatives to target Indian installations in Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X