For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীনগর উপনির্বাচন : গুরুত্বপূর্ণ নির্বাচনে পিডিপি নেতাকে হারিয়ে দিলেন ফারুক আবদুল্লা

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা শ্রীনগর লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হলেন। পিডিপির প্রার্থী নাজির আহমেদ খানকে হারিয়েছেন ফারুক আবদুল্লা।

Google Oneindia Bengali News

শ্রীনগর, ১৫ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা শ্রীনগর লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হলেন। পিপলস ডেমোক্রেটিক পার্টি তথা পিডিপির প্রার্থী নাজির আহমেদ খানকে হারিয়েছেন ফারুক আবদুল্লা।

গত সপ্তাহে ১টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট পড়ে মাত্র ৭ শতাংশ। গত বৃহস্পতিবার যখন পুনরায় ভোটগ্রহণ হয় তখন ভোট পড়ে মাত্র ২ শতাংশ। জম্মু কাশ্মীরের ভোট ইতিহাসে এর আগে এত কম ভোট এর আগে পড়েনি।

শ্রীনগর উপনির্বাচন : গুরুত্বপূর্ণ নির্বাচনে পিডিপি নেতাকে হারিয়ে দিলেন ফারুক আবদুল্লা

এই আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেম। তবে লড়াইটা ছিল মূলত ৭৯ বছরের ফারুক আবদুল্লা এবং পিডিপি নেতার মধ্যেই। ২০১৪ সালে লোকসভা ভোটের সময় এই আসনে পিডিপি নেতা তারিক হামিদ কররার কাছে এই আসনি হারেন আবদুল্লা।

কররা পিডিপি ও লোকসভা থেকে ইস্তফা দিলে শ্রীনগর আসনটি শূন্য হয়ে যায়। কররা পিডিপি থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগে দেন। কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের জোটসঙ্গী। এই আসন থেকে ফের এখবার দাঁড়ান আবদুল্লা এবং জয়ী হন।

English summary
Srinagar By-Election: Farooq Abdullah Beats PDP Candidate In Key Contest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X