For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরল হয়ে ভারতে ঢুকে পড়ল বর্ষা, বাংলায় পুরোপুরি কবে ঢুকছে, জেনে নিন

ঘূর্ণিঝড় মোরার কারণে গাঙ্গেয় বঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নির্ধারিত সময়ের দু'দিন আগেই কেরল হয়ে ভারতে ঢুকে পড়ল বর্ষা। ১ জুন ভারতে বর্ষা আসার পূর্বাভাস করেছিলেন আবহাওয়াবিদরা। তবে তার আগে এদিন মঙ্গলবারই দক্ষিণ-পশ্চিম দিক ধরে বর্ষা ঢুকে পড়ল ভারতে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল কেজে রমেশ জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্ব অংশেও বর্ষা ঢুকে পড়েছে। আর তা সম্ভব হয়েছে ঘূর্ণিঝড় মোরা-র হাত ধরে। তার ফলেই পূর্ব ও উত্তর পূর্ব ভারতে এদিন থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে।

কেরল হয়ে ভারতে ঢুকে পড়ল বর্ষা, বাংলায় পুরোপুরি কবে ঢুকছে, জেনে নিন

সাধারণত ভারতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবছরও সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১১ সালের পর ফের বর্ষা এবছর কয়েকদিন এগিয়ে এল।

এদিকে ঘূর্ণিঝড় মোরার কারণে গাঙ্গেয় বঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই প্রবেশ করেছে ঘূর্ণিঝড়। তার প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় মোরা চলে গেলেও তার হাত ধরে বর্ষা চলে আসছে তা আবহাওয়াবিদেরা ইঙ্গিত দিয়েছেন।

English summary
Southwest Monsoon hits Kerala, North East ahead of schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X