For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্ভবতী স্ত্রীর উপরে কুকুর ছেড়ে দেন 'কীর্তিমান' আপ নেতা!

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ জুন : গত কয়েকদিন ধরেই আম আদমি পার্টির নেতাদের কীর্তি কলাপ একে একে জনসমক্ষে আসতে শুরু করেছে।

প্রথমে জাল ডিগ্রি কাণ্ডে ফেঁসেছেন আপ সরকারের প্রাক্তন আইনমন্ত্রী জীতেন্দ্র সিং তোমর। এবার আপের আর এক প্রাক্তন আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী লিপিকা মিত্র। অরবিন্দ কেজরিওয়ালের ৪৯ দিনের সরকারের সময় আইনমন্ত্রী ছিলেন সোমনাথ ভারতী।

গর্ভবতী স্ত্রীর উপরে কুকুর ছেড়ে দেন 'কীর্তিমান' আপ নেতা!

দিল্লির মহিলা কমিশনে এই সংক্রান্ত ২৬ পাতার বিস্তারিত অভিযোগপত্র দাখিল করেছেন লিপিকাদেবী। সেখানে সোমনাথ ভারতীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

তিনি জানিয়েছেন, যখন লিপিকা তৃতীয়বারের জন্য গর্ভবতী হন তখন সেই অবস্থায়ই তাঁর উপরে অত্য়াচার শুরু করেন সোমনাথ। হাত মুড়িয়ে দিয়ে লিপিকাকে মারধর করা হয়।

এখানেই থেমে না গিয়ে লিপিকাদেবী জানিয়েছেন, তাঁর পাশাপাশি ছেলে-মেয়ের উপরেও শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। তাঁর উপরে কুকুর ছেড়ে দিয়ে গর্ভপাত করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছেন লিপিকা মিত্র। গতকাল দিল্লি পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

তবে সব অভিযোগই উড়িয়ে দিয়ে সোমনাথ ভারতী জানিয়েছেন, তাঁর ছেলের জন্মদিনটি ভুলে গিয়েছিলেন তিনি। সেইসময় দিল্লির নির্বাচন ছিল। যা নিয়ে লিপিকা অশান্তি শুরু করেন। সোমনাথের আরও অভিযোগ, তাঁর রাজনৈতিক কেরিয়ারকে তছনছ করে দিতেই এই ভিত্তিহীন অভিযোগ করছেন তাঁর স্ত্রী।

English summary
Somnath Bharti unleashed dogs on me while I was pregnant, forced me to abort, alleges wife Lipika
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X