For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UGC, AICTE মিলে তৈরি হবে একটিমাত্র কেন্দ্রীয় প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও এআইসিটিই বা সারা ভারত টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল ইতিহাস হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও এআইসিটিই বা সারা ভারত টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল ইতিহাস হতে চলেছে। দুটি মিলে খুব তাড়াতাড়ি একটিই সংস্থা হবে বলে জানা গিয়েছে।

প্রস্তাবিত 'হায়ার এডুকেশন এমপাওয়ারমেন্ট রেগুলেশন এজেন্সি' বা হীরা তৈরি করা হচ্ছে যাতে প্রয়োজনের অতিরিক্ত রেগুলেটরি সংস্থার দরকার না হয়। ফলে নীতি আয়োগের সঙ্গ আলোচনা করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলিকে একই ছাতার তলায় নিয়ে আসার কথা ভাবছে।

UGC, AICTE মিলে তৈরি হবে একটিমাত্র কেন্দ্রীয় প্রতিষ্ঠান

সূত্রের খবর, কীভাবে গোটা বিষয়টি পরিচালনা করা হবে, তার নীল নকশা তৈরির কাজ চলছে। নীতি আয়োগ ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের তরফে যৌথভাবে কাজ চালানো হচ্ছে। একাধিক রেগুলেটরি কমিশন না রেখে সবগুলিকে একটি ছাতার তলায় আনলে কাজের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

তবে এই প্রস্তাব কোনও নতুন বিষয় নয়। এর আগেও বেশ কয়েকটি কমিটি তৈরি হয়েছিল। এবং তারাও এই একই প্রস্তাব নিয়ে সরব হয়।

English summary
Single body to replace UGC, AICTE, centre's HRD ministry and niti aayog setting up plans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X