For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কুরুচিকর মন্তব্য গায়ক অভিজিতের, গুলাম আলিকে দিলেন 'সন্ত্রাসবাদী দেশের ডেঙ্গু শিল্পী' আখ্যা!

Google Oneindia Bengali News

মুম্বই, ৯ অক্টোবর : ফের মুখ খুললেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। আর প্রত্যাশিতভাবেই করলেন কুরুচিকর মন্তব্য। এবার তাঁর নিশানায় কিংবদন্তী পাকিস্তানি শিল্পী গুলাম আলি। মুম্বইয়ে শিব সেনার হুমকিতে গুলাম আলির অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার প্রেক্ষিতে একের পর এক অপমানজনক টুইট করতে থাকেন অভিজিত। অভিজিতের এই আচরণে গুলাম আলির ভক্তরা স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ। [সলমন মামলার রায়ের উত্তাপে হাত সেঁকতে গিয়ে জোর ছ্যাঁকা খেলেন শিল্পী অভিজিৎ]

শুক্রবার গুলাম আলিকে নিষিদ্ধ করার পক্ষে একের পর এক টুইট করতে থাকেন অভিজিৎ। একটি টুইটে তিনি বলেন, "এই নির্লজ্জ মানুষগুলোর কোনও আত্মসম্মান বোধ নেই, সন্ত্রাস ছাড়া কোনও কাজ নেই। নাম কা বাস্তা হিন্দু রাজনৈতিক দল শুধুমাত্র নজরে আসার জন্য চেঁচায়, কিন্তু কখনও এই সন্ত্রাসবাদী দেশ থেকে আসা ডেঙ্গু শিল্পীদের আটকায় না।"

ফের কুরুচিকর মন্তব্য গায়ক অভিজিতের, গুলাম আলিকে দিলেন 'সন্ত্রাসবাদী দেশের ডেঙ্গু শিল্পী' আখ্যা!

শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি গুলাম আলিকে আরও অপমান করে বলেন, "এই কাওয়ালি গায়কগুলো নিজের মেধার জোরে এদেশে আসে না, কিন্তু কিছু পাকিস্তানি দালালদের জন্য @MaheshNBhatt আসতে পারে।" এখানে গুলাম আলির পাশাপাশি প্রখ্যাত পরিচালক মহেশ ভটকে পাকিস্তানের দালাল বলেও ঠেস দিয়েছেন। [ফের বিতর্কে গায়ক অভিজিৎ : প্রশান্ত ভূষণের মৃতদেহে 'জুতো' মারার হুমকি]

অভিজিতের মন্তব্য নিয়ে যখন সোস্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠার সঙ্গে সঙ্গে শিব সেনা অভিজিতের পক্ষে সওয়াল করতে শুরু করে দেয়। শিব সেনার তরফে বলা হয়, "যেহেতু উনি দেশের জন্য কথা বলেছেন, তাই আমরা ওনার মন্তব্যকে সমর্থন করছি।" [টুইটারে সলমনের হয়ে বিতর্কিত মন্তব্য গায়ক অভিজিতের]

ভারতীয় শিল্পী যেমন শাবানা আজমি, চিত্রপরিচালক মহেশ ভট, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানী সঙ্গীতশিল্পীর অনুষ্ঠান বাতিল করায় উষ্মা প্রকাশ করেছেন।

English summary
Abhijeet Bhattacharya: Ghulam Ali a 'dengue artist' from 'terrorist country'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X