For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান আক্রমণের ডাক শিবসেনার

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ অক্টোবর : সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত সরকারের আরও কড়া অবস্থান নেওয়া উচিত। কড়া পদক্ষেপ হিসাবে হামলা চালানো উচিত প্রতিবেশী পাকিস্তানের উপরে। কেন্দ্রের কাছে এমনই দাবি জানাল শিবসেনা। ['সন্ত্রাসের পৃষ্ঠপোষক পাকিস্তান', শরিফের বক্তব্যের পাল্টা দিল ভারত]

শিবসেনার মুখপত্র সামনা-য় সম্পাদকীয়তে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপার থেকে একেরপর এক জঙ্গি হামলা হয়েছে। এর ফলে বহু ভারতীয় মারা গিয়েছেন। আর সেজন্যই দৃঢ়তা দেখিয়ে আক্রমণ করা উচিত পাকিস্তানে। [পাক অধিকৃত কাশ্মীরবাসী ভারতের নাগরিক হতে চাইছেন!]

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান আক্রমণের ডাক শিবসেনার

সামনা-য় বলা হয়েছে, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় এক জঙ্গিকে মারতে গিয়ে ৪ সেনা জওয়ান মারা গিয়েছেন। একইভাবে উধমপুর ও হান্ডওয়ারাতে এবং পাঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গি হামলায় ভারতীয়দের প্রাণ গিয়েছে। ['হ্যাঁ! শাহিদ আফ্রিদির সঙ্গে সেক্স করেছি আমি']

শিবসেনার অভিযোগ, ভারতে যেখানে প্রতিবেশী দেশের জঙ্গিরা এসে সেনাদের খুন করছে তখন পাকিস্তানে জঙ্গিদের শহিদের সম্মান দেওয়া হচ্ছে। অন্যদিকে সেনা মারা যাওয়ার পরও পাকিস্তানের সঙ্গে বৈঠকে উদ্যোগী হচ্ছি আমরা। [১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও ট্যাক্সি চালাচ্ছেন পাক ক্রিকেটার]

ঠিক যেভাবে মায়ানমারে ভারতীয় সেনা ঢুকে জঙ্গিদের খতম করেছিল, ঠিক সেভাবেই পাকিস্তানে গিয়ে জঙ্গিদের নিকেশ করা উচিত বলেও মুখপত্র সামনা-য় জানিয়েছে শিবসেনা। [৯/১১-য় মার্কিন মুলুকে বীভৎস হামলার ইতিবৃত্ত]

English summary
Show guts, attack Pakistan: Shiv Sena tells centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X