For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে প্রতিদিন গড়ে ধর্ষিতা হন ৫ জন, সম্ভ্রম খোয়ান ১২ জন মহিলা : রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ জুলাই : রাজধানী দিল্লি গত কয়েকবছরে অপরাধ মানচিত্রে দেশের মধ্যে একেবারে প্রথমদিকে স্থান করে দিয়েছে। দিল্লি 'অপরাধের শহর' এই তথ্য যে একেবারে সঠিক তা তথ্য পেশ করে মান্যতা দিল খোদ দিল্লির পুলিশ প্রশাসন।

দিল্লিতে প্রতিদিন গড়ে ৫ জন মহিলা ধর্ষিতা হন। এমনই হাড়হিম করা তথ্য পেশ করেছে সেখানকার পুলিশ। আরও জানা গিয়েছে, ফি দিন গড়ে ২ টি করে খুন ও ১২ জন মহিলা শ্লীলতাহানির শিকার হন।

দিল্লিতে প্রতিদিন গড়ে ধর্ষিতা হন ৫ জন, সম্ভ্রম খোয়ান ১২ জন মহিলা : রিপোর্ট


দিল্লিতে অপরাধের মাত্রা কমাতে দিল্লি পুলিশ সূত্রে অপরাধের জরিপের কাজ শুরু হয়েছিল। সেখানেই এই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী, আম্বেদকর নগর ও কাঞ্ঝাওয়ালা এলাকা অপরাধের ঘটনায় শীর্ষে রয়েছে।

দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসী এই অপরাধের মানচিত্র তৈরির নির্দেশ দেন। সঠিক তথ্য হাতে আসার পর অপরাধের শীর্ষে থাকা এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।

এইবছর জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে দিল্লিতে ৬২১ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। খুন হয়েছে ১৬৫ জন ও শ্লীলতাহানির ঘটনার রিপোর্ট জমা পড়েছে ১২৫৫ টি। যদিও দিল্লি পুলিশ সূত্রে খবর, গতবছর এই সংখ্যাগুলি আরও বেশি ছিল। কিছুটা নিরাপত্তা বাড়ানোয় তা খানিকটা পড়তির দিকে। এই সংখ্যাকে কীভাবে আরও কমিয়ে আনা যায় তা চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

English summary
Shocking: 5 rapes, 2 murders, 12 molestations take place daily in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X