For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিনা বোরা হত্যাকাণ্ড : সব জেনেও চুপ ছিলেন পিটার মুখার্জী?

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৪ সেপ্টেম্বর : স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিইও পিটার মুখার্জীকে এই নিয়ে পরপর তিনদিন টানা জেরার জন্য ডাকল মুম্বই পুলিশ। এর আগের দু'দিনই খার পুলিশ স্টেশনে কখনও একসঙ্গে বসিয়ে, কখনও আলাদাভাবে নিয়ে গিয়ে ম্যারাথন জেরা চালিয়েছে পুলিশ।

আর তাতে কয়েকটি জিনিস দেখে সন্দেহ দানা বেঁধেছে পুলিশ আধিকারিকদের মনে। ২০১২ সালে খুন হন শিনা। অথচ এতদিন পরও শিনাকে খুন করার খবর সত্যিই জানতেন না পিটার? ছেলে রাহুলের কাছে শিনার বিষয়ে জেনেও কেন কোনও খোঁজ নেননি তিনি? তার মানে কি শিনাকে হত্যার পিছনে পরোক্ষে মদত ছিল পিটারেরও? নাকি পরে সব জেনেও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি?

শিনা বোরা হত্যাকাণ্ড : সব জেনেও চুপ ছিলেন পিটার মুখার্জী?

আপাতত এইসব নিয়ে তদন্ত চালানোর পাশাপাশি পিটারের সম্পত্তি নিয়েও জোর খোঁজখবর শুরু করেছে পুলিশ। আপাতত নিশ্চিত হওয়া গিয়েছে যে শিনা হত্যার সঙ্গে টাকাপয়সার যোগই ছিল মূল কারণ।

এর পাশাপাশি গত কয়েকদিন ধরে পিটার ও ইন্দ্রাণীর মালিকানাধীন সংস্থা আইএনএক্স মিডিয়ার আর্থিক তছরুপের তদন্তের নেমেছে পুলিশ।

এব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে রেজিস্ট্রার অব কোম্পানিস-এর দ্বারস্থ হয়েছে পুলিশ। পাশাপাশি বিদেশের ব্যাঙ্কে পিটারের গচ্ছিত সম্পত্তির সুলুকসন্ধানেও জোর তল্লাশি চালানো হচ্ছে।

English summary
Sheena case: Peter Mukerjea quizzed for 3rd consecutive day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X