For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন বিমানবন্দরে ফের আটক বলিউড সুপারস্টার শাহরুখ খান!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লস এঞ্জেলেস, ১২ আগস্ট: ফের মার্কিন বিমানবন্দরে আটকানো হল ভারতীয় সুপারস্টার শাহরুখ খানকে। নিই জার্সি, নিউইয়র্কের পর এবার লস অ্যাঞ্জেলেসে আটক কিং খান। শুক্রবারে ভোররাতে বিমানবন্দরে নামতেই মার্কিন অভিবাসন দফতর তাঁকে আটক করে। [(ছবি) কে আসল, কে নকল, এই লুক-আলাইকদের দেখে বোঝার উপায় নেই]

এই খবর নিজেই টুইটারে টুইট করে জানিয়েছেন বাদশা। পাশাপাশি বারবার এভাবে মার্কিন মুলুকের বিমানবন্দরে আটক হওয়ায় হাল্কা মেজাজেই নিজের বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

মার্কিন বিমানবন্দরে ফের আটক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে!

টুইটে তিনি লেখেন, "এখন যা অবস্থা আমি নিরাপত্তার বিষয়টির গুরুত্ব বুঝি, সম্মানও করি, কিন্তু তা বলে বারবার মার্কিন অভিবাসন দফতরের হাতে আটক হওয়াটা সত্যিই ভীষণ বিরক্তিকর।" [ছেলে আরিয়ানের "লাভ-অ্যাফেয়ার" নিয়ে মুখ খুললেন বাবা শাহরুখ খান!]

তবে, বিষয়টিকে হাল্কা করতে আরও একটি টুইট তিনি করেন, যেখানে তিনি লেখেন, "তবে এর ভাল দিকটা হল, অপেক্ষা করার সময় আমি ভাল কয়েকটা পোকেমন ধরতে পেরেছি।" যদিও শাহরুখের পাশে দাঁড়িয়ে মার্কিন অভিবাসন দফতরের কড়াকড়ি নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনাটি জানতে পেরে কিনি মর্মাহত বলেও জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী। [বলিউডের এই ১০ তারকার প্রথম ছবির লুক বনাম বর্তমান চেহারা]

উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও দুবার শাহরুখকে মার্কিন বিমানবন্দরে আটক করা হয়েছিল। ২০০৯ সালে নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ২০১২ সালে নিউ ইয়র্ক বিমানবন্দরে। গত বার ২ ঘন্টা আটকে রাখ হয়েছিল তাঁকে। যদিও এর জন্য পরে ক্ষমা চেয়েছিল কর্তৃপক্ষ।

২০০৯ সালেও তাঁকে প্রায় ১ ঘন্টা আটকে রেখে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কেন, তিনি নিউ জার্সি এসেছেন এ প্রশ্নও তাঁকে বারবার করা হয়েছিল। এছাড়াও তাঁর হ্যান্ড ব্যাগেজ খুলে দেখা হয়েছিল, এমনকী শাহরুখকে সাহায্যের জন্য কাউকে ফোন পর্যন্ত করতে দেওয়া হয়নি। [(ছবি) বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা!]

এই বারবার আটক হওয়া নিয়ে শাহরুখ কটাক্ষ করে বলেছিলেন, যখনই আমার অহংকার বেড়ে যায় নিজেকে নিয়ে আমি আমেরিকা সফরে চলে যাই। অভিবাসন দফতর আমার সমস্ত 'স্টারডম'-কে একেবারে চূর্ণ করে দেয়।

English summary
Shah Rukh Khan detained at Los Angeles airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X