For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রপ্রদেশের কাছে লাইনচ্যূত ট্রেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯

অন্ধ্রপ্রদেশের কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সেপ্রেস ট্রেনের সাতটি কামরা লাইনচ্যূত। এই ঘটনায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে।

Google Oneindia Bengali News

ভুবনেশ্বর, ২২ জানুয়ারি : অন্ধ্রপ্রদেশের কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সেপ্রেস ট্রেনের সাতটি কামরা লাইনচ্যূত। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ট্রেনটি ভুবনেশ্বর যাচ্ছিল। রাত ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

অন্ধ্রপ্রদেশের কাছে লাইনচ্যূত ট্রেন, মৃত কমপক্ষে ১২

রেলের তরফে জানানো হয়েছে ১৮৪৪৮ জগদ্দল ভুবনেশ্বর এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যূত হয়ে যায় কুনেরু স্টেশনের কাছে। ইঞ্জিনের পিছনে লাগেজ ভ্যান, ২টি সাধারণ কামরা,২টি স্লিপার কোচ, ১টি এসি থ্রিটিয়ার কোচ এবং ১টি এসি টুটিয়ার কোচ বেলাইন হয়ে যায়।

এই দুর্ঘটনার পিছনে আসল কারণ এখনও জানা যায়নি। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, কমপক্ষে ১০০ জন যাত্রী আহত হয়েছেন। অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজে ঘটনার দিকে নজর রাখছেন। উদ্ধারকাজে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর রাখছেন তিনি।

ইতিমধ্যে বেশ কটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বিএসএনএল ল্যান্ডলাইন নম্বর ০৬৮৫৬-২২৩৪০০, ০৬৮৫৬-২২৩৫০০, বিএসএনএল মোবাইল নম্বর ০৯৪৩৯৭৪১১৮১, ০৯৪৩৯৭৪১০৭১।

English summary
39 dead, many injured as train derails in Andhra Pradesh; rescue on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X