For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রত্যাশা মিটল না! রাহুলের 'বাসি' সাহারা-বিড়লা দাবিতে হতাশ কংগ্রেস নেতারাই

গুজরাতে রাহুল গান্ধীর সাহারা-বিড়লা নামে 'বাসি খাবার পরিবেশনের ফলে' তাদের মধ্যেই একাংশের মধ্যেই চোরা হতাশার তৈরি হয়েছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : প্রতিশ্রুতি রাখতে পারলেন না রাহুল গান্ধী। বলেছিলেন, তাঁর কাছে অনেক তথ্য আছে যা বলতে শুরু করলে ভূমিকম্প আসবে। গুজরাতে মেহসানায় মোদীর বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার দাবি করেছেন কংগ্রেস সহ-সভাপতি। তবে তাতে চিঁড়ে খুব একটা ভিজল না।

তবে কংগ্রেস সূত্রের দাবি, সবে শুরু, এখনও কালো টাকা নিয়ে প্রচুর তথ্য সামনে আনা বাকি রয়েছে। তবে কখন কীভাবে মানুষের সামনে সেই তথ্য আনা হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি আছে।

প্রত্যাশা মিটল না! রাহুলের 'বাসি' সাহারা-বিড়লা দাবিতে হতাশ কংগ্রেস নেতারাই

বুধবার গুজরাতের জনসভায় দাঁড়িয়ে যে দাবি রাহুল করেছেন তা সবার জানা না থাকলেও এই অভিযোগ একেবারে অজানা নয়। সোস্যাল মিডিয়ায় আলোচনা এমনকী এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও দেওয়া হয়েছিল। তবে প্রমাণের অভাবে সুপ্রিম কোর্ট সেই দাবিগুলি খারিজ করে দিয়েছে আগেই।

রাহুল গান্ধী মোদীর ব্যক্তিগত দুর্নীতি নিয়ে 'কাচ্চা চিটঠা' খুলবেন প্রতিশ্রুতি দেওয়ায় দলের অভ্যন্তরে কংগ্রেস নেতাদের একটা বড় অংশের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এদিনে রাহুলের 'বাসি খাবার পরিবেশনের ফলে' তাদের মধ্যেই একাংশের মধ্যে চোরা হতাশার তৈরি হয়েছে।

কংগ্রেসের মধ্যেই এবার নতুন আশঙ্কার সঞ্চার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু নেতার দাবি, এত বড় বড় দাবি করার পর সাহারা বিড়লার মতো বাসি খবর নিয়ে মোদীকে আক্রমণ করতে যাওয়া রাহুল গান্ধীর ভবিষ্যৎ দাবির ওজনকে নষ্ট করে দিল। এরপর রাহুল কিছু বড় দাবি করলেও কেউ গুরুত্ব দিতে চাইবে না।

তবে কংগ্রেস দলে রাহুল ঘনিষ্ঠদের একাংশের দাবি, এখনও ভূমিকম্প আসেনি ঠিকই কিন্তু তাদের বিশ্বাস রাহুলের কাছে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে যা ভূমিকম্প এনেই ছাড়বে।

English summary
Sense of disappointment among Congressmen for Rahul Gandhi's Sahara-Birla "stale food" claim. A senior leader said the claim was not commensurate with the hype created and it would undercut the gravity in Rahul's future claims.There was also hope that the Congress scion has more serious information and that Mehsana was not the "earthquake" that he had threatened.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X