For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) গাড়ির দুর্ঘটনা পরীক্ষায় ডাহা ফেল স্কর্পিও-কিউইড সহ ৫ গাড়ি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ মে : যুক্তরাজ্যের 'গ্লোবাল নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগরাম (এনসিএপি)' নামক সংস্থার ক্র্যাশ টেস্ট অর্থাৎ গাড়ির দুর্ঘটনা পরীক্ষায় ডাহা ফেল করল ভারতের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ৫টি গাড়ি।

দুর্ঘটনা পরীক্ষা অর্থাৎ, নির্দিষ্ট গাড়ির প্রত্যেকটি আসনে পুতুল বসিয়ে গাড়িটিকে নমুনা দুর্ঘটনার মধ্যে ফেলা হয়। এরপর গাড়ির কী অবস্থা হয়, যাত্রী আসনে বসা যাত্রীদের কতটা ক্ষতি হতে পারে তা এই পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হয়। মূলত দুর্ঘটনার কবলে পড়লেও গাড়িটি কতটা নিরাপদ কিম্বা আদৌ নিরাপদ কি না তা পরীক্ষা করা হয়।

(ছবি) গাড়ির দুর্ঘটনা পরীক্ষায় ডাহা ফেল স্কর্পিও-কিউইড সহ ৫ গাড়ি

এনসিএপি-র এই পরীক্ষায় প্রতিটি গাড়ি ৬৪ কিলোমিটার প্রতিঘন্টায় চালানো হয়েছিল। পরীক্ষা চালানো বয়েচিল হুন্ডাই ইওন, মারুতি সুজুকি ইকো, মারুতি সেলেরিও, মহিন্দ্রা স্কর্পিও এবং রেনল্ট কিউইড-এর তিনটি মডেল। এই ৫টি গাড়িই পূর্ণবয়স্কদের নিরাপত্তার নিরিখে একটিও স্টার অর্জন করতে পারেনি।

এই সাতটি গাড়ির মধ্যে শিশু যাত্রী নিরাপত্তার দিক থেকে ৬টি গাড়ি ২ স্টার করে পেয়েছে। একমাত্র মারুতি সেলেরিও ১টি স্টার পেয়েছে।

এখনও পর্যন্ত গত তিনবছরে ১৬টি গাড়ির উপর পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত টয়োটা ও ভকসওয়াগন, মাত্র এই দুটি গাড়ি প্রাপ্তবয়স্কদের নিরাপদ থাকার ক্ষেত্রে ৪টি স্টার পেয়েছে।

English summary
5 Indian Cars Fail 2016 Global NCAP Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X