For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ হাজার বছর আগে সরস্বতী নদীর অস্বিত্ব ছিল, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

দেরাদুন, ২৮ সেপ্টেম্বর : আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে সরস্বতী নদীর অস্তিত্ব ছিল। এটা কোনও রূপকথার ঘটনা বা কোনও মিথও নয়। দেরাদুনের 'ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি'-র গবেষকরা এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছেন। ['৪ হাজার বছর' পর মাটি ফুঁড়ে জেগে উঠল পবিত্র সরস্বতী নদী!]

গবেষকদের বাস্তবে সরস্বতী নদীর অস্তিত্ব ছিল বলে স্বীকার করে নিয়েছেন। তবে হিমালয়ের পাদদেশে ভূতাত্তবিক পরিবর্তনের ফলে যে বিবর্তন ঘটে তার ফলে নদীটি মাটির তলায় চাপা পড়ে যায় বলে বলেও ব্যাখ্যা করেছেন তাঁরা। [মহাভারতের নানা অজানা ঘটনা, যা আপনি শোনেননি]

৫ হাজার বছর আগে সরস্বতী নদীর অস্বিত্ব ছিল, জানাল গবেষণা

হিন্দু পুরানে গঙ্গা ও যমুনার পাশাপাশি সরস্বতী নদীকেও পবিত্র বলে ব্যাখ্যা করা হয়েছে। এদের সঙ্গমস্থল এলাহাবাদে সেজন্যই ১২ বছর পরপর কুম্ভ মেলার আয়োজন করা হয়। [পুরীর জগন্নাথ মন্দিরের ১০টি বৈশিষ্ট যা অবিশ্বাস্য কিন্তু সত্যি]

বিজ্ঞানীরা বলছেন, শিবালিক পর্বতমালার আদি বদ্রি থেকে উৎপত্তি হয়ে সরস্বতী নদী সমতলের দিকে ধাবিত হয়েছে। বৈদিক যুগে এভাবেই সরস্বতী নদীর প্রবাহকে ব্যাখ্যা করা হয়েছে। [যে চরিত্রগুলির উল্লেখ মহাভারত ও রামায়ণ উভয় মহাকাব্যেই রয়েছে!]

বিজ্ঞানীরা নিশ্চিত, শিবালিক হিমালয়ের অবস্থান বদল ও ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে পরিবেশের বিপর্যয় ঘটে যাওয়ার ফলে সরস্বতী নদীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে।

তবে যে জায়গা দিয়ে নদীটি প্রবাহিত হয়েছিল, সেখানকার আলাদা আলাদা জায়গা থেকে জলের নমুনা পরীক্ষার পরেই বিজ্ঞানীরা সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে নিশ্চিত হয়েছেন।

মোট ৬০ কিলোমিটার এলাকা বেছে নিয়ে ২২টি নমুনা পরীক্ষার পরে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, মাটির ৫ ফুট নিচ দিয়ে প্রবাহিত যে নদীর অস্তিত্ব তারা পেয়েছেন সেটিই ঐতিহাসিক সরস্বতী নদী।

English summary
Scientists claim Saraswati did exist, debunk 5,000-year-old myth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X