For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কেলেঙ্কারি মামলায় আপাতত স্বস্তিতে মনমোহন সিং

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ এপ্রিল : কয়লা ব্লক বণ্টন মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

নিম্ন আদালতের সমনের বিরুদ্ধে আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেটার উপরই আজ স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

কয়লা কেলেঙ্কারি মামলায় আপাতত স্বস্তিতে মনমোহন সিং


এর আগে অভিযুক্ত হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তলব করে সিবিআইয়ের বিশেষ আদালত। হাজিরার জন্য পাঠানো সমনে আগামী ৮ এপ্রিল হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়। ওড়িশার তালবিড়া কয়লা ব্লকের বণ্টন সংক্রান্ত মামলায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

আজ সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপাতত আদালতে হাজির হতে হবে না। একইসঙ্গে সিবিআইকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ১১ মার্চ, মনমোহনের সঙ্গে একইসাথে শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখ, হিন্দালকো এবং তার দুই আধিকারিক শুভেন্দু অমিতাভ ও ডি ভট্টাচার্যকেও সিবিআইয়ের বিশেষ আদালত তলব করে। ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি দমন আইনে অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয় মনমোহন সিং সহ অভিযুক্তদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এর আগেও মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ২০০৫ সালে কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন মনমোহন সিংকে লেখা কুমার মঙ্গলম বিড়লার দুটি চিঠির প্রেক্ষিতে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে। বিড়লা ৭ মে ২০০৫ ও ১৭ জুন ২০০৫ তারিখে লেখা দুটি চিঠিতে মনমোহন সিংকে হিন্দালকোর সঙ্গে তালবিড়া কোল ব্লক যুক্ত করার আবেদন জানান বলে অভিযোগ।

English summary
SC stays trial court order summoning former PM Manmohan Singh in coal scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X