For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের নির্দেশে গুজরাত রাজ্যসভা নির্বাচনে বহাল 'নোটা'

গুজরাতে রাজ্যসভা নির্বাচনে 'নোটা' বহাল রাখল সুপ্রিম কোর্ট। কোনও রাজনৈতিক দলই এর বিরুদ্ধে কোনো বিরোধিতা করতে পারবে না বলেও জানানো হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য আগামী ৮ অগাস্ট গুজরাত রাজ্যসভায় নির্বাচন।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে রাজ্যসভা নির্বাচনে 'নোটা' বহাল রাখল সুপ্রিম কোর্ট। কোনও রাজনৈতিক দলই এর বিরুদ্ধে কোনো বিরোধিতা করতে পারবে না বলেও জানানো হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য আগামী ৮ অগাস্ট গুজরাত রাজ্যসভায় নির্বাচন।

[আরও পড়ুন:কেন্দ্র-রাজ্যে ক্ষমতা বিস্তারে বিজেপির পয়লা নম্বর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়][আরও পড়ুন:কেন্দ্র-রাজ্যে ক্ষমতা বিস্তারে বিজেপির পয়লা নম্বর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়]

এই মামলায় কংগ্রেসের তরফের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিকে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে , বহুদিন ধরেই নির্বাচন কমিশনের তরফে এই নিয়ম জারি করা হয়েছে। ২০১৪ সাল থেকে এই নিয়ম জানিয়েছে নির্বাচন কমিশন। তাহলে আগের নির্বাচন গুলিতে এই নিয়ে প্রশ্ন না তুলে, কংগ্রেস কেন এখন 'নোটা' নিয়ে প্রশ্ন তুলছে?

সুপ্রিম কোর্টের নির্দেশে গুজরাত রাজ্যসভা নির্বাচনে বহাল 'নোটা'

উল্লেখ্য, 'নোটা' হল নির্বাচনের ক্ষেত্রে এমন একটি অপশান,যার দ্বারা নির্বাচনে দাঁড়ানো কোনও প্রার্থীকে পছন্দ না হলে ভোটদাতা 'নোটা' -র বোতাম টিপতে পারে। এর দ্বারা বোঝাবে যে নির্বাচনে দাঁড়ানো একজন প্রার্থীকেও পছন্দ নয় বোট দাতার। তবে আদালতের এই নির্দেশের ফলে রাজনৈতিক অঙ্কের হিসাবে বিপাকে পড়েছে গুজরাত কংগ্রেস।

কংগ্রেস তাদের সমস্ত বিধায়কদের হুইপ জারি করেছে যাতে আহমেদ প্যাটেলকে ভোট দিয়ে রাজ্যসভায় পাঠানো হয়। তবে গুজরাত কংগ্রেসের বহু বিধায়ক রাজ্যসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপিতে চলে যাওয়ায় ,ভোট অঙ্ক ও 'নোটা' নিয়ে আদালতের রায়ের জেরে ব্যাকফুটে কংগ্রেস।

English summary
Stating that the political party did not raise objections when it suited them, the Supreme Court on Thursday shot down a plea by the Gujarat Congress to stay the Rajya Sabha election in the state, scheduled for August 8.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X