For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"জয়ললিতার মৃত্যুর তদন্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে শশীকলার"

ডিএমকে-র কার্যনির্বাহী প্রধান এমকে স্তালিন দাবি করেছেন, যদি ঠিকমতো তদন্ত হয় তাহলে জয়ললিতার মৃত্যুর ঘটনায় শশীকলা নটরাজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ২৩ ফেব্রুয়ারি : এআইএডিএমকে-র প্রতি তীব্র আক্রমণ শানিয়ে তামিলনাড়ুর বিরোধী দলনেতা তথা ডিএমকে-র কার্যনির্বাহী প্রধান এমকে স্তালিন দাবি করেছেন, যদি ঠিকমতো তদন্ত হয় তাহলে জয়ললিতার মৃত্যুর ঘটনায় শশীকলা নটরাজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।[জেলের মধ্যে কেমন হতে চলেছে শশীকলার জীবন? জেনে নিন বিস্তারিত তথ্য]

এই মুহূর্তে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্ট শশীকলা নটরাজনকে চার বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। একইসঙ্গে ১০ কোটি টাকা জরিমানাও করেছে। এই মুহূর্তে বেঙ্গালুরুর জেলে সাজা খাটছেন শশীকলা।[কোন আইনি পথ অবশিষ্ট রয়েছে শশীকলা নটরাজনের কাছে?]

"জয়ললিতার মৃত্যুর তদন্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে শশীকলার"

এদিন স্তালিন সাংবাদিক সম্মেলনে বলেন, যদি সঠিকভাবে জয়ললিতার মৃত্যুর তদন্ত করা যায় তাহলে যিনি জেলে রয়েছেন (শশীকলা), তাকে যাবজ্জীবন জেলেই থাকতে হবে।[শশীকলা নটরাজনকে নিয়ে এই ৮টি অজানা তথ্য জেনে রাখা প্রয়োজন]

স্তালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর আস্থা ভোটে জিতে আসার বিরোধিতা করে চলেছেন। অনশনও করেছেন। তামিলনাড়ুতে বেনামি সরকার এসেছে বলে বিক্ষোভ দেখিয়ে চলেছে ডিএমকে।

এর আগে পলানিস্বামী আস্থা ভোটে জেতার পর থেকেই ডিএমকে বিক্ষোভ দেখাচ্ছে। এমনকী রাজ্যপাল সিকে বিদ্যাসাগর রাওয়ের কাছে গিয়ে পলানিস্বামীর পদত্যাগ দাবি করেছে তাঁরা। এমনকী বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে 'নো-কনফিডেন্ট' মোশনও এনেছেন ডিএমকে বিধায়করা।

English summary
Sasikala will be awarded lifetime imprisonment, if probe takes place in Amma's death : MK Stalin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X