For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ললিতার মৃত্যুর আগে 'শেষ বক্তব্য' নিয়ে মুখ খুললেন শশীকলা

যতদিন যাচ্ছে ততই নাটকীয় মোড় নিচ্ছে তামিলনাড়ু রাজনৈতিক গতিবিধি। এবার জয়ললিতার মৃত্যুর আগে 'শেষ বক্তব্য' নিয়ে মুখ খুললেন শশীকলা।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ১৩ জানুয়ারি : যতদিন যাচ্ছে ততই নাটকীয় মোড় নিচ্ছে তামিলনাড়ু রাজনৈতিক গতিবিধি। মুখ্যমন্ত্রীর মসনদ নিয়ে শশীকলা বাহিনীর সঙ্গে পন্নিরসেলবম গোষ্ঠির লড়াই ক্রমেই চুড়ান্ত মাত্রা নিচ্ছে। রবিবার সন্ধ্যায় মহাবলিপুরমের বে রিসর্টে নিজের গোষ্ঠির সব বিধায়ককে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শশীকলা। সেখানে তাঁর পক্ষের বিধায়করা জানান, তাঁদের রিসর্টে 'বন্দি ' করে রাখা হয়নি. তাঁরা 'মুক্ত'।['কোনওদিন রাজনীতিতে আসব না', জয়ললিতাকে কথা দিয়েছিলেন শশীকলা : পন্নিরসেলবম]

শশীকলা নিজের বক্তব্য রাখতে গিয়ে এদিন জানান, শেষবার জয়ললিতা তাঁকে বলেন যেন কেউ তাঁকের দলকে ভাঙতে না পারে। আর সেই পথে হেঁটেই দলকে বাঁচাতে তিনি তাঁর প্রাণ বিসর্জনও দিতে প্রস্তুত বলে জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীপদের অন্যতম দাবিদার শশীকলা নটরাজন।[শশীকলা vs পন্নিরসেলবম লড়াই : অন্য ভয়ে ত্রস্ত এআইএডিএমকে কর্মী-সমর্থকেরা]

জয়ললিতার মৃত্যুর আগে 'শেষ বক্তব্য' নিয়ে মুখ খুললেন শশীকলা

এদিনের সাংবাদিক সম্মেলনে টেবিলে রাখা জয়ললিতার ছবি সামনে , দলকে ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি জানান, চেন্নাইয়ের মেরিনা বিচে জয়ললিতার সমাধিস্থলের সামনে যেন তাঁর সমর্থক বিধায়করাও এবিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিধানসভা দখল করতে যান।[হোটেল বিলাস, মাসাজ, ওয়াটার স্কি-তে মজে এআইএডিএমকে বিধায়করা]

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি, এআইএডিএমকে-এর বিধায়কদের বলেন, " আপনারা শিক্ষিত নন, কিন্তু আম্মা(জয়ললিতা) শিক্ষিতা ছিলেন। তাই আপনাদের প্রশিক্ষণ দিয়ে আম্মা কোন জায়গা থেকে কোন জায়গায় তুলেছেন, সেটা ভুলে যাবেন না।"[শশীকলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণী নায়ক কামাল হাসান]

সাংবাদিক সম্মেলনে চোখের জল মুছতে মুছতেই শশীকলা বলেন," এখনও আম্মার কথা মনে পড়লেই আমি কাঁদি।" এছাড়াও তিনি জানান, আম্মা জয়ললিতা ও আম জনতা তাঁর ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি পালন করতে প্রস্তুত। প্রসঙ্গত, এইআইডিএমকে দলে শশীকলার পক্ষের বিধায়কদের রিসর্টে বন্দী করে রাখা হয়েছে যাতে তাদের পন্নির সেলবম ক্যাম্প ছিনিয়ে না নিতে পারে, এমন অভিযোগের জবাব দিতেই শশীকলার এই সাংবাদিক সম্মেলন ।

English summary
AIADMK general secretary VK Sasikala on Sunday evening exhorted MLAs, staying at Golden Bay Resort in Koovathur near Mahabalipuram, to take a pledge in front of portrait of late Tamil Nadu chief minister J Jayalalithaa that they will help the party capture the secretariat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X