For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙাড়া-জিলিপি বিলাসিতা বিহারে? ১৩.৫ শতাংশ কর বসালো নীতিশ সরকার!

Google Oneindia Bengali News

পাটনা, ১৩ জানুয়ারি : বিহারের উন্নয়ন কাজে অতিরিক্ত অর্থের জন্য এবার নয়া উদ্যোগ নিল নীতিশ কুমারের সরকার। মঙ্গলবার ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫০০ টাকা কেজির বেশি দামের মিষ্টি, সিঙাড়া, কচুরীর মতো বিলাসবহুল খাওয়াদাওয়ায় ১৩.৫ শতাংশ কর বসানো হবে। এছাড়াও মশা তাড়ানোর ওষুধের উপরও কর বসানো হবে।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে রাজ্য ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্ত জানাতে গিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, ৫০০ কেজি টাকার বেশি দামের মিষ্টির উপর এই ১৩.৫ শতাংশ কর বসানো হবে।

সিঙাড়া-জিলিপি বিলাসিতা বিহারে? ১৩.৫ শতাংশ কর বসালো নীতিশ সরকার!

এছাড়াও তিনি বলেন, মিষ্টির পাশাপাশি সিঙাড়া, কচুরি, ব্র্যান্ডেড নোনতা খাদ্যদ্রব্যের উপরও ১৩.৫ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি যে কোনও ধরণের ইউপিএস, অটোর যন্ত্রাংশ, এবং ব্যাটারির ক্ষেত্রেও ১৩.৫ শতাংশের কর বসানো হবে। বালি, কসমেটিক সামগ্রী, সুগন্ধী, চুলে লাগানোর তেল এই সবের উপরও ১৩.৫ শতাংশের কর বসানো হয়েছে।

বিভিন্ন বিভাগের ২৩টি প্রস্তাবে এদিন শিলমোহর লাগিয়েছে বিহারের রাজ্য ক্যাবিনেট। অত্যন্ত শক্তিশালী সামাজিক বার্তা থাকায় চক অ্যান্ড ডাস্টার ছবির উপর থেকে বিনোদন কর তোলার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট।

English summary
Samosa, jalebis 'luxury items' in Bihar: Nitish Govt levies 13.5% tax to mop up additional revenue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X