For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ মন্তব্য বিতর্ক : আইনজীবীর জবাব পাঠালেন সলমন, তবে ক্ষমা চাইলেন না!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৯ জুন : ক্ষমা চাইলেন না সলমন। 'নিজেকে ধর্ষিত মহিলার মতো মনে হচ্ছিল', সুলতানের কষ্টসাধ্য শুটিংয়ের তুলনা টেনে সলমনের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। জাতীয় মহিলা কমিশনও বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে এবং সলমনকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে নোটিশও পাঠায়।['নিজেকে ধর্ষিতার মতো মনে হতো' বিতর্কিত মন্তব্যে সলমনকে নোটিশ জাতীয় মহিলা কমিশনের]

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, সলমনের আইনজীবীর তরফে জবাব পাঠানো হয়েছে। চিঠির বিস্তারিত বক্তব্য তিনি না জানালেও তিনি এটুকু জানিয়েছেন যে চিঠিতে সলমন ক্ষমা চাননি। [ ধর্ষণ নিয়ে মন্তব্য : সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার]

ধর্ষণ মন্তব্য বিতর্ক : আইনজীবীর জবাব পাঠালেন, তবে ক্ষমা চাইলেন না সলমন!

এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের প্রধান। তিনি জানিয়েছেন সলমনের বিরুদ্ধে আইনি কী পদক্ষেপ নেওয়া য়ায়, তা পর্যালোচনা করে দেখা হবে।

গত ২২ জুন সলমনকে নোটিশ পাঠায় মহিলা কমিশন। আজ ২৯ জুলাইয়ের মধ্যে মুম্বইয়ে মহিলা কমিশনের সামনে পেশ হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল তাকে। অভিনেতা সেই নির্দেশ এড়িয়ে গিয়েছেন। পেশ হওয়ার সময়সীমা বাড়িয়ে এখন ৭ জুলাই করা হয়েছে। ["আমার কম কথা বলা উচিত", ধর্ষণ মন্তব্যের বিতর্কের পর বললেন সলমন!]

উল্লে্খ্য লতান ছবির প্রচারে শনিবার মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বসে একাধিক মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন সলমন। 'কুস্তির দৃশ্য় অভিনয় করা কতটা শক্ত এই ছবিতে' প্রশ্নের উত্তর দিতে গিয়ে সলমন বলেন, "ওই ৬ ঘন্টা অভিনয় করার সময় অনেকবার অন্যদের তোলা আছাড় মেরে ফেলা মাটিতে এসব করতে হয়েছে আমাকে। কাজটা কঠিন কারণ আমাকে ১২০ কিলো ওজনের এক ব্যক্তি ১০ বার ঘাড়ে তুলছিলাম আর ফেলছিলাম। বিভিন্ন কোণা থেকে দৃশ্যটি নেওয়া হচ্ছিল। আসল কুস্তিতে এই বিষয়গুলি তো আর এতবার হয় না। শুটিং শেষ করে যখন রিং থেকে বেরতাম, তখন মনে হতো যেন ধর্ষিত মহিলা হেঁটে যাচ্ছে।"

এই মন্তব্য থেকে বিতর্ক শুরু হলে, তারপর থেকেই মিডিয়াকে প্রায় এড়িয়েই চলছিলেন তিনি। সলমনের হয়ে তাঁর বাবা সলিম খান এবিষয়ে ক্ষমা চেয়ে নেন। তবে ভাই আরবাজ সলমনের হয়ে সওয়াল করেন এবং বলেন, সলমন যা বলেছেন তা কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি। কতটা বিধ্বস্ত ও কষ্টের মধ্যে দিয়ে সেই সময়টা তিনি কাটিয়েছেন তা বোঝাতেই তিনি এটি উপমা হিসাবে ব্যবহার করেছেন। এই বিষয়টিকে অযথা বিতর্কিত করা হচ্ছে।

English summary
Salman Khan Sends Lawyer's Response, But No Apology, For Rape Remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X