For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, সরকারি স্কুলে পতাকা তুললেন মোহন ভাগবত

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কেরলের সরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ঘটনায় সিপিএম, কংগ্রেস, বিজেপির তরজা তুঙ্গে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নিয়ম কানুনের তোয়াক্কা না করে কেরলের একটি সরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জেলা কালেক্টরের নির্দেশ ছিল, সরকারি স্কুলে জনপ্রতিনিধি বা প্রধান শিক্ষক ছাড়া কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব পতাকা তুলতে পারবেন না। এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও সিপিএম।

স্বাধীনতা দিবস উপলক্ষে কেরলের পালাক্কড় জেলার করনাকেয়ামম স্কুলে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল আরএসএস প্রধানকে। কিন্তু জেলা কালেক্টর পি মাকুট্টি পতাকা সোমবারই নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছিলেন যে মোহন ভাগবত তেরঙা উত্তোলন করতে পারেন না। কিন্তু সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন সকালে নিজেই পতাকা উত্তোলন করলেন তিনি। বিতর্ক দানা বাঁধতেই বিজেপি ও আরএসএস-এর দাবি, এদেশে প্রত্যেকেরই জাতীয় পতাকা উত্তোলনের অধিকার রয়েছে। সেইসঙ্গে বিজেপি আরও দাবি করেছে, আরএসএস কোনও রাজনৈতিক দল নয় এবং মোহন ভাগবত কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।

এই স্কুলটি আরএসএস প্রভাবিত বলেই মোহন ভাগবতকে কেউ বাধা দেয়নি বলে সূ্ত্রের খবর। এদিকে এই ঘটনার নিন্দা করে পালাক্কড় লোকসভা কেন্দ্রের সিপিএম সাংসদ এম বি রাজেশ দাবি করেছেন, আরএসএস কেরলে নতুন অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। উল্লেখ্য, কিছুদিন আগেই এক আরএসএস কর্মীকে কেরলে কুপিয়ে খুন করা হয়। গত কয়েকদিন ধরে কেরলেই রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

অবশ্য এত কিছুর মধ্যে স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা কোনও ভুল করেনি। সরকারি নির্দেশিকা তারা পালন করেছে এরপর বাকিটা সরকারই ঠিক করবে যে তারা ঠিক করেছে না ভুল।

[আরও পড়ুন: লালকেল্লা থেকে নাম না করে মমতাকে নিশানা মোদীর][আরও পড়ুন: লালকেল্লা থেকে নাম না করে মমতাকে নিশানা মোদীর]

English summary
Despite restrained by government, RSS chief Mohan Bhagwat unfurls tricolor at Kerala government aided school.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X