For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেনা ঢঙেই রোহিত ভেমুলাকাণ্ডে ক্লিনচিট স্মৃতি ও বন্দারুকে, আর কী বলল তদন্ত কমিশন

মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন রোহিত ভেমুলা। এমনটাই বলা হয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে, বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দায়ী নয় তাঁর আত্মহত্যার জন্য।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছিলেন হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র রোহিত ভেমুলা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আত্মহত্যার জন্য কোনওভাবেই দায়ী নয়। এমনটাই বলা হয়েছে, প্রাক্তন বিচারপতি এ কে রুপানওয়ালের নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্টে। রোহিত ভেমুলা দলিত ছিলেন না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

চেনা ঢঙেই রোহিত ভেমুলাকাণ্ডে ক্লিনচিট স্মৃতি ও বন্দারুকে, আর কী বলল তদন্ত কমিশন

কমিশনের রিপোর্ট অনুযায়ী, রোহিতের সুইসাইড নোট থেকে স্পষ্ট যে তিনি ব্যক্তিগত জীবনে নানা সমস্যায় জর্জরিত ছিলেন এবং নানা বিষয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। সুইসাইড নোটেও তিনি কাউকে দায়ী করেননি। তিনি লিখেছেন, ছোট থেকেই তাঁকে অদক্ষ ভাবা হত যার জেরে তিনি একাকিত্বে ভুগছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছে, রোহিত ভেমুলা ওবিসি বা পিছিয়ে থাকা সম্প্রদায়ের হলেও তিনি দলিত ছিলেন না। তাঁর দলিত হওয়ার কোনও তথ্য তাঁর মা দেখাতে পারেননি। রোহিতের মৃত্যুর পর কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল তাঁকে দলিত বলেই প্রচার করেছে।

প্রাক্তন বিচারপতি রুপানওয়ালের রিপোর্টে ক্লিনচিট দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ও তৎকালীন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে। রোহিতের আত্মহত্য়ার জন্য দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্য়ান্য বিজেপি নেতাদের কোনও সম্পর্কই নেই বলে রিপোর্টে বলা হয়েছে।

২০১৬ সালের ১৭ই জানুয়ারি হোস্টেলের ঘরের মধ্যেই আত্মহত্যা করেন রোহিত ভেমুলা। এবিভিপির এক ছাত্রকে মারধরের অভিযোগে রোহিত সহ পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তিনি জাতি বিদ্বেষের শিকার হয়েছেন বলেও রোহিতের মৃত্যুর অভিযোগ করে বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্য করেছিল বলেও অভিযোগ ওঠে। এরপরই প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

অবশ্য এই রিপোর্টকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছে বিরোধীরা। কংগ্রেসের দাবি, এই রিপোর্টের প্রতি লাইনই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের কথামত লেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আড়াল করতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

English summary
Rohit Vemula didnt commit suicide over university actions, he was a troubled individual, reveals inquiry commission report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X