For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপি শিবিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন : পর্রিকার

সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যারগরিষ্ঠতা প্রমাণ পর্ব এখনও বাকি রয়েছে গোয়ায়। তবে এরই মধ্যে থেকে মনোহর পর্রিকার সরকারকে সমর্থনের জন্য কংগ্রেসের অনেক বিধায়ক বার্তা পাঠাচ্ছেন বলে জানান পর্রিকার।

  • |
Google Oneindia Bengali News

পানাজি, ১৫ মার্চ: গোয়ার রাজনীতিতে আইনি টালবাহানার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা মনোহর পর্রিকার। যদিও সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যারগরিষ্ঠতা প্রমাণ পর্ব এখনও বাকি রয়েছে গোয়ায়। তবে এরই মধ্যে থেকে মনোহর পর্রিকার সরকারকে সমর্থনের জন্য কংগ্রেসের অনেক বিধায়ক বার্তা পাঠাচ্ছেন বলে জানান পর্রিকার।

তবে এদিন শপথগ্রহণের পর তিনি তীব্র আক্রমণ শানান কংগ্রেসের প্রতি। পর্রিকার প্রশ্ন তোলেন, কংগ্রেসের হাতে প্রয়োজনীয় বিধায়কদের সংখ্যা থেকে থাকলে কেন তারা রাজ্যপালের কাছে গেল না? তিনি বলেন, আমি মানছি, গোয়ায় জনগণের রায় দ্বিধাবিভক্ত। কিন্তু ২২ বিধায়ককে একসঙ্গে ধরলে ভোট শতাংশ প্রয়োজনের তুলনায় বেশি হচ্ছে। পুরোটাই নির্বাচন-পরবর্তী বোঝাপড়া হয়েছে বলে দাবি করেন তিনি।

কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপি শিবিরে আসতে চাইছেন : পার্রিকার

এছাড়াও বিরোধী শিবির কংগ্রেসের দাবি ছিল , বিজেপি বিধায়ক কিনছে , সেই দাবিকেও নস্যাৎ করে পর্রিকার বলেন ,কংগ্রেস নিজের দলকে সামলাতে পারছেনা। কংগ্রেসের মধ্যেই ৬ থেকে ৭ জন সদস্য নেতা হওয়ার জন্য লড়াই করে যাচ্ছে।

পাশাপাশি , মনোহর পর্রিকার এদিন বলেন, কংগ্রেসের অনেক বিধায়কই তাঁকে সমর্থন করার জন্য মেসেজ করছেন। তবে কংগ্রেসকে নিয়ে গোয়ায় সরকার গড়বেনা বিজেপি, বলে এদিন স্পষ্ট জানান পর্রিকার। তিনি বলেন, বিজেপির জোট সরকারে থাকেছে এমজিপি, জিএফপি, ও নির্দল বিধায়করা।

English summary
Manohar Parrikar, who sworn-in as the chief minister of Goa on Tuesday, rejected allegations of bribing regional parties for support.Parrikar further added, “But I can’t stop them from sending messages. I received messages from some Congress MLAs wanting to switch over. They passes the message to me. But as I said, I don’t indulge in such malpractices. Neither do I need their support, nor am I interested.”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X