For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো নোটের কারণে শেষে জরিমানা দিতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই

পুরনো নোটে গাড়ি করে বয়ে নিয়ে গিয়ে শেষে জরিমানা গুনতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই। ছত্তিশগড়ের ভিলাই থেকে নাগপুরে পুরনো নোট বোঝাই আরবিআইয়ের একটি গাড়ি যাচ্ছিল। সেটিকেই জরিমানা দিতে হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৪ ডিসেম্বর : পুরনো নোটে গাড়ি করে বয়ে নিয়ে গিয়ে শেষে জরিমানা গুনতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই। ছত্তিশগড়ের ভিলাই থেকে নাগপুরে পুরনো নোট বোঝাই আরবিআইয়ের একটি গাড়ি যাচ্ছিল। সেটিকেই জরিমানা দিতে হয়েছে।

জানা গিয়েছে, আরবিআইয়ের গাড়িটিকে গোন্ডিয়া জেলার দেওরি সীমান্তে চেক-পোস্টে আটক করা হয়। গাড়ি ওভারলোড থাকায় আরটিও-র তরফে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুরনো নোটের কারণে শেষে জরিমানা দিতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই

বলা হয়েছে, গাড়িটে ১৬ টন মাল বয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু ধরা পড়ে গাড়িতে ২১ টন মাল রয়েছে। গাড়িটিতে ৫০০ ও ১ হাজারের বাতিল নোট ছিল বলে জানা গিয়েছে। সেগুলিকে নাগপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

যে গাড়িতে চাপিয়ে পুরনো নোট যাচ্ছিল সেটির কাগজপত্র খতিয়ে দেখা হয়। জরিমানা করার পরে গাড়িটিকে ছেড়েও দেওয়া হয়। ৫ টন ওভারলোডিংয়ের জন্য সবমিলিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপরে গাড়িটি নাগপুরে চলে যায়।

প্রসঙ্গত, দেশে নোট ছাপা ও তা সার্কুলেশনের দায়িত্বে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই। তারাই বিভিন্ন ছাপাখানায় নোট ছাপিয়ে তা সারা দেশে সরবরাহ করে। আর এক্ষেত্রে পুরনো নোট বাতিল হওয়ার পরেও সেগুলিকে অন্য কাজে ব্যবহার করার দায়িত্বও তাদেরই কাঁধে রয়েছে। সেইকাজ করতে গিয়েই শেষে ফাইন দিতে হল আরবিআইকেই।

English summary
A container truck hired by Reserve Bank of India (RBI) to carry demonetised currency notes from Bhilai in Chhattisgarh to Nagpur, was stopped at Deori border check-post in Gondia district and penalised for overloading, by the regional transport office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X