For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট সঙ্কট: খুব তাড়াতাড়ি বাজারে নতুন ১০০ টাকার নোট আনছে আরবিআই

নতুন ২০ ও ৫০ টাকার নোটের পর এবার খুব শিগগিরই নতুন ১০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : নতুন ২০ ও ৫০ টাকার নোটের পর এবার খুব শিগগিরই নতুন ১০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক ২০ ও ৫০ টাকার নোটের মতোই নতুন ১০০ টাকার নোট বাজারে এলেও পুরনো নোট সচলই থাকবে বলে জানিয়ে দিল আরবিআই।

নতুন ১০০ টাকার নোট মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের নোট হবে। এতে আরবিআই গভর্নর উর্জিৎ পটেলের স্বাক্ষর থাকবে। তবে ইনসেট লেটার এতে থাকবে না। নোটে ছাপানো '২০১৬' লেখাটি সংরক্ষিত হয়েছে।

নোট সঙ্কট: খুব তাড়াতাড়ি বাজারে নতুন ১০০ টাকার নোট আনছে আরবিআই

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর আরবিআই ঘোষণা করে খুব শিগগিরই ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আনা হবে। যদিও নির্দিষ্ট কোনও তারিখ বলা হয়নি। নোটের ক্ষেত্রে আগে ইস্যু করা নোটও সমানভাবে বৈধ থাকবে। বলেও জানিয়ে দেওয়া হয়েছিল আরবিআই-এর লিখিত বিবৃতিতে।

এদিনও ১০০ টাকার ক্ষেত্রে একই বিবৃতি আরবিআই-এর তরফে দেওয়া হয়েছে।

নতুন নোটগুলি কেমন দেখতে হবে তা নিয়ে আরবিআই-এর তরফে এখনই কিছু বলা হয়নি। তবে আরবিআই-এর লিখিত বিবৃতিতে বলা হয়েছে, "নোটের নকসা, এবং সুরক্ষা বৈশিষ্ট মোটামুটি একই থাকছে।"

English summary
RBI to issue of ₹ 100 Banknotes without inset letter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X