For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০০ টাকার বেশি একাধিকবার জমা করাতেও করা হবে না জিজ্ঞাসাবাদ, নয়া নির্দেশিকা আরবিআই-এর

সোমবারই আরবিআই-এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০০ টাকার বেশি পরিমাণ অঙ্ক পুরনো টাকায় একবারই জমা দেওয়া যাবে। তার জেরে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়েছিল।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর: সোমবারই আরবিআই-এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০০ টাকার বেশি পরিমাণ অঙ্ক পুরনো টাকায় একবারই জমা দেওয়া যাবে। তার জেরে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়েছিল। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সেই নির্দেশিকা ফিরিয়ে নিল আরবিআই।[অধিকাংশ ব্যাঙ্কই ৫০০০ টাকার বেশি জমা নিতে অস্বীকার করছে, ভোগান্তি চরমে!]

আজ, বুধবার, ব্য়াঙ্কে নোট জমা নিয়ে আরবিআই নয়া নির্দেশিকা জারি করল। জানিয়ে দিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ৫০০০ টাকার বেশি একাধিকবার জমা দিলেও কোনও জিজ্ঞাসাবাদ বা সমস্যার মুখে পড়তে হবে না গ্রাহক বা ব্যাঙ্ক কর্কৃপক্ষকে।[৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো নোটে ৫০০০ টাকার বেশি একবারই জমা করতে পারবেন ব্যাঙ্কে, নতুন বিধি কেন্দ্রের]

৫০০০ টাকার বেশি একাধিকবার জমা করাতেও করা হবে না জিজ্ঞাসাবাদ, নয়া নির্দেশিকা আরবিআই-এর

৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকে একাধিকবার নতুন নোট ও পুরনো নোটের লেনদেন দিয়ে নিয়ে একাধিক নিয়ম লাগু করেছে কেন্দ্র। এদিন একবারে ৫০০০ টাকার বেশি জমা করার উপর লাগানো শর্ত তুলে নিল কেন্দ্র।

সোমবার সরকারের জারি করা নির্দেশিকার জেরে বহু ব্যাঙ্কই কেন্দ্রের নজরে পড়ার ভয়ে গ্রাহকদের কাছ থেকে ৫০০০ টাকার বেশি পরিমাণ অঙ্ক পুরনো নোটে জমা নিতে অস্বীকার করছিল। ফলে সাধারণ মানুষের সমস্যা ক্রমেই বাড়ছিল। তবে এদিনের নয়া নির্দেশিকা, সেই ভোগান্তি কমাবে বলেই মনে করা হচ্ছে।

English summary
RBI Amends Rs. 5,000-Deposit Order After Backlash, No Questions For KYC Accounts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X