For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ নিয়ে মন্তব্য : সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সুনীতা কৃষ্ণণ। তিনি একজন সমাজকর্মী। পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এর বাইরেও তাঁর আর একটি পরিচয় রয়েছে। যা কিছুটা ভিন্ন, তবে ঘোর বাস্তব। তিনি গণধর্ষিতা। তবে সেজন্য আটকে থাকেনি তাঁর জীবনসংগ্রাম। একেরপর এক কঠিন রাস্তা পেরিয়ে তিনি ফের সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন।

'নিজেকে ধর্ষিতার মতো মনে হতো', বিতর্কিত মন্তব্য সলমনের

তিনিই এবার সলমন খানের তৈরি করা ধর্ষণ বিতর্কে মুখ খুললেন। আগামী মাসে বলিউড সুপারস্টার সলমন খান অভিনীত সিনেমা 'সুলতান' মুক্তি পাবে। সেই নিয়ে এক প্রশ্নের উত্তরে সলমন বলেন, 'সুলতানের সেটে অভিনয় সহ খাটাখাটনির পরে দিনের শেষে নিজেকে ধর্ষিত মনে হতো'। এই বক্তব্যের পরই সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।

ধর্ষণ নিয়ে মন্তব্য : সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার

সেই একইপথে সলমনের সমালোচনা করলেন সুনীতাও। তবে তিনি নিজে ধর্ষিতা, ফলে এমন নিকৃষ্ট মন্তব্য শোনার পরে তাঁর কী মনে হয়েছে তা এভাবে এগিয়ে এসে বলা অন্যদের চেয়ে আলাদা বৈকি। তা কি বলেছেন তিনি?

সুনীতার কথায়, আমি এমন মানুষের নাম (সলমনের নাম) নিতে চাই না, তাহলে তাকে বেশি সম্মান দেওয়া হবে। নিজেকে ধর্ষিত হিসাবে বর্ণনা করে সে কীভাবে ধর্ষণের মতো ঘটনা বা সংষ্কৃতিকে নিছক তুচ্ছ ও নগণ্য করে তুলেছে।

দুঃখের কথা হল এই যে, সে দেখতে সুন্দর ও কোনও এক গুণের জোরে সে তারকা হয়েছে। তবে তারকা হিসাবে তার নিজের কী ভূমিকা সে বিষয়টি সে হালকাভাবে নিয়েছে। যদিও যশের সঙ্গে সঙ্গে উল্টে দায়িত্ববোধ আসার কথা, তা হয়নি।

ধর্ষণ কি জিনিস তা না জেনেই নিজের অভিনীত চরিত্রের পরিশ্রমের সঙ্গে বাস্তবের নিগৃহীতা, ধর্ষিতাদের তুলনা করেছে সে। আমার মতে, একজন বিকৃতমনস্ক মানুষের পক্ষেই এমন মন্তব্য করা সম্ভব। সে সকলকে অপমান করেছে।

English summary
Rape survivor Sunitha Krishnan pens open letter to Salman Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X