For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐক্যের বার্তা দিয়ে দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ

১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ, তাঁকে শপথবাক্য পাঠ করালেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি, দেশের সর্বোচ্চ আসন পেয়ে সম্মানিত বলে প্রথম ভাষণে বললেন কোবিন্দ

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথ নিলেন রামনাথ কোবিন্দ। সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদভবনে নিয়ে যান। শপথগ্রহণের পর সংসদে রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দিলেন কোবিন্দ।

ঐক্যের বার্তা দিয়ে দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ

নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণকে ঘিরে আগে থেকেই সাজিয়ে তোলা হয়েছিল রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবন। মঙ্গলবার সকালে স্ত্রী সবিতা কোবিন্দকে সঙ্গে নিয়ে প্রথমেই রাজঘাটে যান রামনাথ কোবিন্দ। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে রাইসিনা হিলসের উদ্দেশ্যে রওনা দেন কোবিন্দ। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এরপর নতুন রাষ্ট্রপতিকে নিয়ে সংসদভবনের উদ্দেশ্যে রওনা দেন বিদায়ী রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও সুপ্রিমকোর্টের প্রধান বিচারপচি জে এস খেহর। বেলা ১২.১২ মিনিটে সংসদের সেন্ট্রাল হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। এরপরই একুশটি তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় নতুন রাষ্ট্রপতিকে।

শপথগ্রহণের পরই দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে সংসদে প্রথম ভাষণ দিলেন রামনাথ কোবিন্দ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে কোবিন্দ বলেন, 'মাটির ঘরে থাকতাম, আমার এই যাত্রা দীর্ঘদিনের। ড. রাধাকৃষ্ণন, আবদুল কালাম আজাদ ও প্রণবদার দেখানো পথে হাঁটতে পেরে সম্মানিত বোধ করছি'। নয়া রাষ্ট্রপতি আরও বলেন, 'এদেশের মানুষই আমার ক্ষমতার মূল উৎস। আমরা সবাই এক ছিলাম, এক হয়েই থাকব'। মহাত্মা গান্ধী ও দীনদয়াল উপাধ্যায় যে সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেরকম সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি। সংসদভবনে উপস্থিত সকলের সঙ্গেই সৌজন্য সাক্ষাৎ করেন রামনাথ কোবিন্দ। এরপর বেলা ১২.৪৭ মিনিট নাগাদ নতুন রাষ্ট্রপতিকে রাইসিনা হিলসে পৌঁছে দিতে যান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় নতুন রাষ্ট্রপতিকে।

ঐক্যের বার্তা দিয়ে দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতিভবনে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির নতুন ঠিকানা রাজাজি মার্গে তাঁকে পৌঁছে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের সেন্ট্রাল হলে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ছিলেন তেমনই সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

English summary
Ramnath Kovind sworn in as the 14th President of India. President Kovind was administered oath by CJI JS Khehar. Feels priviledged, says new President.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X