For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনায় নিয়োগ প্রক্রিয়ায় এসসি, এসটি-দের সংরক্ষণের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতীয় সেনায় এবার তপশিলী জাতি ও উপজাতিদের সংরক্ষণের জন্য দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনায় এবার তপশিলী জাতি ও উপজাতিদের সংরক্ষণের জন্য দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে। সেনায় যাতে সামাজিক স্তর বিন্যাস নির্ভর সংরক্ষণের ভিত্তিতে কর্মী নিয়োগ হয় তার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলেও জানান অথওয়ালে।

ভারতীয় সেনায় নিয়োগ প্রক্রিয়ায় এসসি ,এসটি-দের সংরক্ষণের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

শনিবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে জানান, 'প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ , সেনাবাহিনীতে পিছিয়ে পড়া শ্রেনির জন্য সংরক্ষণ চালু হোক। বিষয়টি নিয়ে তিনি সংবাদ সংস্থার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন।

ভারতীয় সেনায় নিয়োগ প্রক্রিয়ায় এসসি ,এসটি-দের সংরক্ষণের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

তিনি বলেন, সংরক্ষণ প্রসঙ্গে তিনি ভীমরাও আম্বেদকরের বক্তব্য তুলে ধরে বলেন, সবারই দেশকে সেবা করা উচিত। পাশপাশি অথওয়ালে দেশের যুব সমাজকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়েও আহ্বান জানান। উল্লেখ্য, এর আগে ভারতীয় ক্রিকেটেও তিনি সংরক্ষণের দাবি করেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের জন্য ব্যাটিং -এর অভিযোগ তোলেনে তিনি বিরাট কোহলিদের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়েো বিতর্ক কম হয়নি।

English summary
Union Minister of State for social justice, Ramdas Athawale on Saturday appealed to Prime Minister Narendra Modi seeking reservation for the Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST) in the Indian Army.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X