For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির মুক্তিতে নিরাপত্তার আশ্বাস রাজনাথের

করন জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল' এর মুক্তি নিয়ে জটিলতা অনেকটাই কাটল। মুকেশ ভট জানিয়েছেন ছবিটির মুক্তির বিষয়ে সব রকম সাহয্য করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ অক্টোবর : করন জোহর পরিচালিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এর মুক্তি নিয়ে জটিলতা অনেকটাই কাটল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে ছবি মুক্তির বিষয়ে কথা বলেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি মুকেশ ভট সহ অন্যান্য প্রযোজকরা। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের !]

দীর্ঘক্ষন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকেশ ভট জানান, রাজনাথ সিং জানিয়েছেন ছবি মুক্তির ব্যাপারে তাদের সহ ধরনের সাহায্য করা হবে। এবং ছবি মুক্তির পরে নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করবে সরকার। [পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান না করন জোহর !]

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর মুক্তিতে নিরপত্তার আশ্বাস রাজনাথের

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের মাধ্যেমে তিনি দেশের শান্তি বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি MNS সমর্থকদের আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার পরামর্শও দেন। উল্লেখ্য উরি হামলার পরে MSN কর্মী সমর্থকেরা দাবি তুলেছিলেন পাকিস্তানের অভিনেতাদের ভারত ছাড়তে হবে। পাশাপাশি যেহেতু করনের ছবিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনয় করেছেন তাই এই ছবি হলে দেখানো হলে সেখানেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল MNS সমর্থকেরা। [(ছবি) অনুষ্কার জন্য অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারে না ঐশ্বর্যর?]

আজকের বৈঠকের পরে মনে করা হচ্ছে হল মালিকদের সংগঠন গুলিও তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। এর আগে হল মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাকিস্তানি অভিনেতাদের কোনও সিনেমা তারা হলে দেখাবেন না। কিন্তু আজকের বৈঠকের পরে হল মালিক সংগঠন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলেই মনে করা হচ্ছে। [(ভিডিও) অ্যায় দিল হ্যায় মুশকিল ট্রেলার : প্রেম, বিভ্রান্তি আর হৃদয় ভাঙার খেলায় ভরা বলিউডি কল্পচিত্র!]

কয়েকদিন আগেই করন জোহর ও একটি ভিডিও বার্তায় জানান, তাঁর কাছে দেশই আগে। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনও পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করবেন না বলেও করন জানিয়ে দেন। সূত্র মারফৎ জানা গিয়েছে আজকে বৈঠকে রাজনাথ সিং জানিয়েছেন, সিনমোটি যাতে বিনা বাধায় মুক্তি পায় তার জন্য সহযোগিতা করবে সরকার। প্রয়োজনে সিনেমা হল এবং সিনেমার সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদেরও সুরক্ষার বন্দোবস্তও করা হবে।

English summary
Rajnath Singh assures safe screening of Karan Johar’s film
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X